কুড়িগ্রামের বিভিন্ন কৃষকের গাছের মগডালে এখন ঝুলছে জংলি ফল খ্যাত লটকন। অত্যন্ত সুস্বাদু ও লোভনীয়। এ রকম সুস্বাদু ফলটির দিকে তাকালে যে কারোরই মুখে রস এসে যায়। জেলায় এবার ব্যাপক হারে চাষ হয়েছে লটকন। চলতি বছর এর ফলন বিপর্যয়ের কারণে কৃষক চিন্তিত হলেও লাভের আশা দ্বিগুণ রয়েছে। ভিটামিন ‘সি’সমৃদ্ধ এ ফল চাষে কোনো ক্ষতিকর রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না। একটু যত্ন ও আলো-বাতাসের ব্যবস্থা করতে পারলেই ব্যাপক ফলন হয় বলে কৃষক জানান। তবে এ ফলের প্রধান শত্রু পিঁপড়া ও বিভিন্ন প্রজাতির আঁচা। এদের থেকে দূরে থাকতে হলে একটু ডালপালা ছাঁটাই ও সঠিকভাবে কীটনাশক স্প্রে করতে হয়। জানা গেছে, কুড়িগ্রামের নয় উপজেলায় লটকন চাষ করেছেন সহস্রাধিক কৃষক। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, তারও বেশি হবে কৃষকের সংখ্যা। আর লটকনের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন অর্ধশতাধিক ব্যবসায়ী। তবে সবচেয়ে বেশি চাষ হয়েছে সদর উপজেলায়। সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমাদের এ জেলায় সবচেয়ে বেশি লটকন চাষ হয়েছে। আর এ জেলার চাহিদা পূরণ করে আমরা প্রতি বছর বাইরের জেলাগুলোয়ও লটকন পাঠাই। এখানকার লটকনের স্বাদ, সাইজ ও মান ভালো হওয়ায় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসেন কিনতে। গত বছর আমরা ১২০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত মণ বিক্রি করি। এবার লটকনের মণ ২৬০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। অর্থাৎ এবার দাম অনেক বেশি কিন্তু আমাদের দুর্ভাগ্য, এবার ফলন ভালো হয়নি। ফলন ভালো হলে চাষিরা প্রচুর লাভবান হতেন।’ চাষি জয়নাল মিয়া বলেন, ‘আমরা শুনেছি ১১ থেকে ১২টি দেশে রংপুর ও রাজশাহীর ফজলি, গোপালভোগ আম রপ্তানি হয়। আমরা জানি দেশের বাইরে লটকনেরও চাহিদা রয়েছে। সরকার যদি চেষ্টা করত তাহলে লটকন বাইরে বিক্রি করে আমরা আরও বেশি লাভবান হতাম। কিন্তু দুর্ভাগ্য, লটকন চাষে স্থানীয় কৃষি বিভাগ সঠিকভাবে পরামর্শসহ দেখভাল করে না। এজন্য আমরা ফলন বিপর্যয়ের মুখে পড়ছি।’
শিরোনাম
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন