কুড়িগ্রামের বিভিন্ন কৃষকের গাছের মগডালে এখন ঝুলছে জংলি ফল খ্যাত লটকন। অত্যন্ত সুস্বাদু ও লোভনীয়। এ রকম সুস্বাদু ফলটির দিকে তাকালে যে কারোরই মুখে রস এসে যায়। জেলায় এবার ব্যাপক হারে চাষ হয়েছে লটকন। চলতি বছর এর ফলন বিপর্যয়ের কারণে কৃষক চিন্তিত হলেও লাভের আশা দ্বিগুণ রয়েছে। ভিটামিন ‘সি’সমৃদ্ধ এ ফল চাষে কোনো ক্ষতিকর রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না। একটু যত্ন ও আলো-বাতাসের ব্যবস্থা করতে পারলেই ব্যাপক ফলন হয় বলে কৃষক জানান। তবে এ ফলের প্রধান শত্রু পিঁপড়া ও বিভিন্ন প্রজাতির আঁচা। এদের থেকে দূরে থাকতে হলে একটু ডালপালা ছাঁটাই ও সঠিকভাবে কীটনাশক স্প্রে করতে হয়। জানা গেছে, কুড়িগ্রামের নয় উপজেলায় লটকন চাষ করেছেন সহস্রাধিক কৃষক। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, তারও বেশি হবে কৃষকের সংখ্যা। আর লটকনের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন অর্ধশতাধিক ব্যবসায়ী। তবে সবচেয়ে বেশি চাষ হয়েছে সদর উপজেলায়। সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমাদের এ জেলায় সবচেয়ে বেশি লটকন চাষ হয়েছে। আর এ জেলার চাহিদা পূরণ করে আমরা প্রতি বছর বাইরের জেলাগুলোয়ও লটকন পাঠাই। এখানকার লটকনের স্বাদ, সাইজ ও মান ভালো হওয়ায় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসেন কিনতে। গত বছর আমরা ১২০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত মণ বিক্রি করি। এবার লটকনের মণ ২৬০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। অর্থাৎ এবার দাম অনেক বেশি কিন্তু আমাদের দুর্ভাগ্য, এবার ফলন ভালো হয়নি। ফলন ভালো হলে চাষিরা প্রচুর লাভবান হতেন।’ চাষি জয়নাল মিয়া বলেন, ‘আমরা শুনেছি ১১ থেকে ১২টি দেশে রংপুর ও রাজশাহীর ফজলি, গোপালভোগ আম রপ্তানি হয়। আমরা জানি দেশের বাইরে লটকনেরও চাহিদা রয়েছে। সরকার যদি চেষ্টা করত তাহলে লটকন বাইরে বিক্রি করে আমরা আরও বেশি লাভবান হতাম। কিন্তু দুর্ভাগ্য, লটকন চাষে স্থানীয় কৃষি বিভাগ সঠিকভাবে পরামর্শসহ দেখভাল করে না। এজন্য আমরা ফলন বিপর্যয়ের মুখে পড়ছি।’
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা