বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
জেলা পরিষদ নির্বাচনে

চেয়ারম্যান পদে হাফ ডজন প্রার্থী

আবদুর রহমান টুলু, বগুড়া

চেয়ারম্যান পদে হাফ ডজন প্রার্থী

বগুড়া জেলা পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগের প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়েছে। নবীন-প্রবীণ মিলিয়ে একঝাঁক প্রার্থী চূড়ান্তভাবে প্রার্থী হতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নানাভাবে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন। ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ডিজিটাল ব্যানার টানিয়েছেন প্রার্থীরা। প্রার্থীরা কেউ বসে নেই। চাঙা মনোভাব নিয়ে ভোটারদের কাছে দোয়া চেয়ে সাক্ষাৎ করছেন।

জানা গেছে, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে ১ জন, ১২টি ওয়ার্ডে ১২ জন এবং সংরক্ষিত চার ওয়ার্ডে চার নারী সদস্য নির্বাচিত হবেন। নির্বাচনে মোট ভোটার রয়েছে ১ হাজার ৬২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ হাজার ২৪০ জন এবং নারী ভোটার রয়েছে ৩৮৩ জন। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া জেলা পরিষদের ১২টি ডাকবাংলো, ২টি অডিটোরিয়াম, ২টি লাইব্রেরি ১টি ট্রাক টার্মিনাল, ২৮টি খেয়াঘাট, ২০টি পুকুর, জেলা পরিষদ বিল্ডিং রয়েছে ২টি, অফিসার্স কোয়ার্টার রয়েছে ২টি, উপ-সহকারী প্রকৌশলী কোয়ার্টার রয়েছে ১টি, মোট জমির পরিমাণ ৮৭৩ দশমিক ৪৮ একর। এর মধ্যে দখলে রয়েছে ২৭৩ দশমিক ৩৮ একর, বেদখলে রয়েছে ৬০০ দশমিক ১০ একর। লিজকৃত জমির পরিমাণ ২০ দশমিক ১০ একর। নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যস্ত প্রার্থীরা। অনেকেই দলীয় মনোনয়নের জন্য আবেদন ফরম ক্রয় করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে মাঠে নেমেছেন জেলা পরিষদের সাবেক দুই প্যানেল চেয়ারম্যানসহ হাফ ডজনের বেশি নেতা। তারা বিভিন্নভাবে ভোটারদের নজর কাড়তে ব্যস্ত হয়ে আছেন। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা এখন ঢাকায়। তারা মনোনয়ন ফরম সংগ্রহসহ নেতাদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন নানাভাবে। জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাকির হোসেন নবাব, জেলা পরিষদের সাবেক সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ। তবে ভোটের মাঠে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থীদের নড়াচড়া নেই বললেই চলে। তাই বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী বা বাম দলগুলোর তেমন কোনো প্রার্থীরা আলোচনায় নেই। বিএনপি নেতারা বলছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবেন না। ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ে রয়েছেন কেন্দ্রের দিকে। অন্য দলের প্রার্থী না থাকায় ধারণা করা হচ্ছে দলীয় প্রধান শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তিনিই হবেন বগুড়া জেলা পরিষদে আগামীর চেয়ারম্যান।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ৬১ জেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এসব জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। এসব ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৮ সেপ্টেম্বর। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা  প্রত্যাহারের  শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর