এক যুগ পর আজ বগুড়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে ঘিরে বগুড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাজিয়ে ফেলা হয়েছে পুরো মিলনায়তন। এ ছাড়া ভোট গ্রহণের ব্যবস্থাও করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়া জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত ২০১০ সালে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশে ২০১৯ সালের ১৫ মে মেয়াদোত্তীর্ণ বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটি ভেঙে দিয়ে বগুড়া-৬ আসনের এমপি গোলাম মো. সিরাজকে আহ্বায়ক করে ৩১ সদস্যের জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জেলা আহ্বায়ক কমিটি তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠনের লক্ষ্যে ২০১৯ সালের ১৬ আগস্ট দলের সব ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটি বিলুপ্ত করে দেয়।
একই বছরের ৩১ আগস্টের মধ্যে উপজেলা ও পৌর শাখার ২৪টি সাংগাঠনিক থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নেতা-কর্মীরা সম্মেলনমুখী হলে দলের আহ্বায়ক কমিটিতে আবারও পরিবর্তন ঘটে। ২০২১ সালের ১৩ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো. সিরাজ এমপির স্থলে আহ্বায়কের দায়িত্ব পান বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। বাদশা আহ্বায়ক থেকে সাংগঠনিক ইউনিট গঠন করেন। এদিকে, বগুড়া জেলা বিএনপির সম্মেলনে নির্বাচনের মধ্য দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজাউল করিম বাদশা ও ভিপি সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে এমআর ইসলাম স্বাধীন ও আলী আজগর তালুকদার হেনা। বগুড়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম জানান, ২ নভেম্বর সারা দেশের মধ্যে বগুড়া জেলা বিএনপির সম্মেলন সফল, আদর্শ এবং মডেল আকারে উপহার দিতে চাই। সর্বস্তরের নেতা-কর্মী ও প্রার্থীদের উপস্থিতি এবং সহযোগিতায় এ সম্মেলন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মধ্যে নেতা-কর্মী তৈরি এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের মাধ্যমে নেতা নির্বাচিতের কাজ শুরু করেছেন। তৃণমূল থেকে দলের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা এবং জেলা পর্যায়ে গণতান্ত্রিক পন্থায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।