মেহেরপুরের গাংনীতে কৃষকের ফসল নষ্ট করে মাথাভাঙা নদীর পাড়ের মাটি কেটে বিভিন্ন ইটভাটায় ও পুকুর ভরাটের জন্য বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। মাটি কাটার ফলে বাঁধের পাড় নিচু হয়ে গেছে। বর্ষায় নদীর পানি বেড়ে গেলে তা উপচে এলাকার শত বিঘা ফসলি জমি তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন এলাকাবাসী। স্থানীয় গ্রামবাসী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলেও বিষয়টি তদন্তের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, গাংনী উপজেলার সিন্দুরকোটা ও শুকুরকান্দি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত মাথাভাঙা নদী ২০১৮-১৯ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে খনন করা হয়। খননের সময় নদীর দুই পাড় মাটি দিয়ে উঁচু করে বাঁধা হয়। এখন গ্রামের স্থানীয় প্রভাবশালী কামালসহ কয়েকজন মিলে মাথাভাঙা নদীর পাড়ের মাটি কেটে বিভিন্ন ইটভাটায় ও পুকুর ভরাটের জন্য বিক্রি করে দিচ্ছেন। ফসলি জমির তুলনায় নদীর বাঁধ নিচু হয়ে গেছে। বর্ষায় নদীতে পানি বেড়ে গেলে তা উপচে প্রায় শত বিঘা আবাদি জমি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুকুরকান্দি গ্রামের শামসুল হক জানান, আমাদের জমির ফসল নষ্ট করে মাটি কেটে নিয়ে যাচ্ছেন প্রভাবশালীরা। ক্ষমতার বলে ও অর্থের লোভে এসব করছেন। প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয়ভীতিসহ জীবননাশের হুমকি দেন। মো. কামাল বলেন, গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নির্দেশেই বাঁধের মাটি কাটা হচ্ছে। বাঁধের মাটি কাটার বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি শুধু নদী ইজারা নিয়ে মাছ চাষ করছি। গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় একজন কৃষক জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। জেলা প্রশাসক আমাকে তদন্ত করার নির্দেশ দেন। প্রভাবশালীদের তোপের মুখে আমি সুষ্ঠুভাবে তদন্ত করতে পারিনি। তবে বাঁধের মাটি কাটার বিষয়টি সত্য। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন সাংবাদিকদের জানান, আমার নির্দেশে মাটি কাটছে এটি সঠিক নয়। ওরা আমার দলের ছেলে। হয়তো নিজেদের বাঁচানোর জন্য আমার নাম ব্যবহার করেছে। এর সঙ্গে আমার জড়িত হওয়ার প্রশ্নই ওঠে না। তবে মাটি যাতে না কাটা হয় সে পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
ইটভাটায় ফসলি জমির মাটি
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর