পটুয়াখালীর দুমকীতে দুটি স্লুুইসগেট অকেজো অভ্যন্তরীণ পিরতলা খালের অব্যাহত দখল ভরাটে ৫ কিলোমিটার বিস্তৃত খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ থাকায় শ্রীরামপুর ইউনিয়নের অন্তত ৫০০ হেক্টর কষি জমির ইরি-বোরা ও রবি ফসলের চাষাবাদ মারাত্মক হুমকির মুখে রয়েছে। উপজলার শ্রীরামপুর ইউনিয়নের জানের খালে গাবতলী স্লুইসগেট থেকে পিরতলা বাজার হয়ে পাতাবুনিয়া নদী এবং খুরমাতলা থেকে আংগারিয়া স্লুইসগেট হয়ে পায়রা নদীর সংযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ খালের জোয়ার-ভাটার স্বাভাবিক পানি প্রবাহ আটকে থাকায় শ্রীরামপুর ও আংগারিয়া ইউনিয়নের অন্তত ৯০০ হেক্টর জমিতে ফসলের চাষাবাদ মারাত্মক ব্যাহত হচ্ছে। এতে দুই ইউনিয়নের অন্তত তিন সহস্রাধিক কষিজীবী পরিবার প্রতি বছর আউশ, আমন, ইরি-বোরা ও রবি ফসলে মার খাচ্ছেন। খালের উভয় প্রান্তে পাউবোর স্লুইসগেট দুটি অকেজো এবং বন্ধ থাকায় অভ্যন্তরীণ কষি জমিতে পানি ওঠানামা করতে পারছে না। অপর দিকে পানির প্রবাহ না থাকায় বিগত কয়েক বছরে বিভিন্ন স্থান ভরাট হতে হতে অস্তিত্বের সংকট দেখা দিয়েছে। এ সুযোগে পিরতলা বাজার এলাকায় খালের বেশির ভাগ প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় এটিকে আর খাল বলার উপায় নেই। এমন অবৈধ দখল-দূষণে মৃতপ্রায় খালের দুই পারের শত শত হেক্টর ফসলি জমিতে শুষ্ক মৌসুমে সেচ সংকট আর বর্ষা মৌসুমে কৃত্রিম জলাবদ্ধতায় কষকরা তাদের ফসলে মার খেতে খেতে চাষাবাদের আগ্রহ হারাতে বসেছেন। শ্রীরামপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিদা আমির হোসেন গাজী (৬০) জানান, বৃষ্টির মৌসুমে আমনের ফলন নষ্ট হয়েছে। একই অভিযাগ ৩ নম্বর ওয়ার্ডের কৃষক মোসলেম খান (৫৫) রাজাখালী ৬ নম্বর ওয়ার্ডের কৃষক নুরু হাওলাদার, জলিশা গ্রামের কৃষক আবদুল হাইসহ অনেক কৃষকের। তাদের দাবি আবদ্ধ খালটি খুলে দেওয়া এবং জোয়ার-ভাটায় পানি-ওঠানামা স্বাভাবিক হলে চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। তাই অবিলম্বে পাউবোর অকেজো স্লুইসগেট দুটি দ্রুত মেরামত এবং খাল অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহের জন্য খুলে দিতে হবে।
এ প্রসঙ্গ শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সালাম বলেন, অকেজো স্লুইসগেট দুটি দীর্ঘদিন বন্ধ থাকায় খাল ভরাটের পাশাপাশি বিভিন্ন স্থানে বেখল হয়ে মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে। তাই কৃষক বাঁচাতে অকেজো স্লুইসগেট দুটি সংস্কার ও খুলে দেওয়া অত্যন্ত জরুরি।