ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও প্রসারে অর্ধশত বছর আগে শিল্পনগরী হিসেবে দিনাজপুর বিসিকের যাত্রা শুরু হয়। প্রতিদিন কোটি কোটি টাকার বাণিজ্য হলেও এখন বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে স্থবির হয়ে পড়েছে শিল্প কারখানার উন্নয়ন। শিল্পের উন্নয়নে কাজ করলেও বিসিক এলাকার দৈন্যদশায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। সংস্কার হয়নি রাস্তা, পয়ঃনিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা আবার শিল্প কারখানার বর্জ্য প্রক্রিয়াজাত না করে সরাসরি ড্রেনে যাওয়ায় পরিবেশের ক্ষতি করছে। এ ছাড়া শিল্পনগরী এলাকায় সব সময় ধানের তুষের ধূলিকণা উড়ায় চোখের সমস্যা করছে বলেও অভিযোগ সাধারণ মানুষের। আবার বর্ষার সময় ড্রেনের পানি আর বর্ষার পানিতে রাস্তা একাকার হয়ে যায়। এদিকে বিসিক শিল্পনগরীর এই বেহাল অবস্থার কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছেন উন্নয়নের জন্য চাহিদা অনুযায়ী বরাদ্দ চেয়েও পাওয়া যায় না। অপরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় বেশির ভাগ সময় জলাবদ্ধতার শিকার হচ্ছে শিল্প কলকারখানাগুলো। সাড়ে ৫ হাজার ফিট রাস্তার মধ্যে সাড়ে ৩ হাজার ফুট চলাচলের অযোগ্য। ৭ হাজার ফুট ড্রেনের মধ্যে ৫ হাজার ফুট পানি নিষ্কাশন হয় না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মালবাহী পরিবহনগুলোকেও পড়তে হয় নানা সমস্যায়। এতে মালবাহী পরিবহনগুলো সময়মতো পণ্য ডেলিভারি করতে পারে না। আবার রাস্তা খানাখন্দের কারণে ক্ষতি হচ্ছে বিভিন্ন যানবাহনেরও। মালামাল সরবরাহসহ পণ্য ওঠা-নামায় পড়তে হয় বিপাকে। এ বেহাল অবস্থা কাটাতে সংস্কারে বিসিকের শিল্প কলকারখানাগুলো সরকারের দৃষ্টি কামনা করেছে। ব্যবসায়ী ও শ্রমিকদের অভিযোগ, সরকারি রাজস্ব, ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করলেও যে সব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তা এখানে নেই। জেলার ব্যবসায়ীরা জানান, এসএমই খাতের ঋণ সহায়তার মাধ্যমে ছোট ছোট শিল্প গড়ে তোলার সুযোগ সৃষ্টি করতে বিসিকের নতুন প্লট বরাদ্দ দেওয়া দরকার। দিনাজপুরে যারা উদ্যোক্তা আছেন, তারা ধীরে ধীরে ক্ষুদ্র শিল্পের দিকে ধাবিত হচ্ছেন। বিসিক ব্যবসায়ীদের নতুন করে প্লট বরাদ্দ দিলে ছোট ছোট শিল্প গড়ে উঠতে সহায়ক হবে। বিসিক শিল্পনগরীতে সম্ভাবনাময় ক্ষুদ্র শিল্প ইউনিট গড়ে তুলতে নতুন করে প্লট তৈরি করে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা।
শিরোনাম
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
স্থবির দিনাজপুর বিসিক শিল্পনগরীর উন্নয়ন
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর