ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও প্রসারে অর্ধশত বছর আগে শিল্পনগরী হিসেবে দিনাজপুর বিসিকের যাত্রা শুরু হয়। প্রতিদিন কোটি কোটি টাকার বাণিজ্য হলেও এখন বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে স্থবির হয়ে পড়েছে শিল্প কারখানার উন্নয়ন। শিল্পের উন্নয়নে কাজ করলেও বিসিক এলাকার দৈন্যদশায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। সংস্কার হয়নি রাস্তা, পয়ঃনিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা আবার শিল্প কারখানার বর্জ্য প্রক্রিয়াজাত না করে সরাসরি ড্রেনে যাওয়ায় পরিবেশের ক্ষতি করছে। এ ছাড়া শিল্পনগরী এলাকায় সব সময় ধানের তুষের ধূলিকণা উড়ায় চোখের সমস্যা করছে বলেও অভিযোগ সাধারণ মানুষের। আবার বর্ষার সময় ড্রেনের পানি আর বর্ষার পানিতে রাস্তা একাকার হয়ে যায়। এদিকে বিসিক শিল্পনগরীর এই বেহাল অবস্থার কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছেন উন্নয়নের জন্য চাহিদা অনুযায়ী বরাদ্দ চেয়েও পাওয়া যায় না। অপরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় বেশির ভাগ সময় জলাবদ্ধতার শিকার হচ্ছে শিল্প কলকারখানাগুলো। সাড়ে ৫ হাজার ফিট রাস্তার মধ্যে সাড়ে ৩ হাজার ফুট চলাচলের অযোগ্য। ৭ হাজার ফুট ড্রেনের মধ্যে ৫ হাজার ফুট পানি নিষ্কাশন হয় না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মালবাহী পরিবহনগুলোকেও পড়তে হয় নানা সমস্যায়। এতে মালবাহী পরিবহনগুলো সময়মতো পণ্য ডেলিভারি করতে পারে না। আবার রাস্তা খানাখন্দের কারণে ক্ষতি হচ্ছে বিভিন্ন যানবাহনেরও। মালামাল সরবরাহসহ পণ্য ওঠা-নামায় পড়তে হয় বিপাকে। এ বেহাল অবস্থা কাটাতে সংস্কারে বিসিকের শিল্প কলকারখানাগুলো সরকারের দৃষ্টি কামনা করেছে। ব্যবসায়ী ও শ্রমিকদের অভিযোগ, সরকারি রাজস্ব, ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করলেও যে সব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তা এখানে নেই। জেলার ব্যবসায়ীরা জানান, এসএমই খাতের ঋণ সহায়তার মাধ্যমে ছোট ছোট শিল্প গড়ে তোলার সুযোগ সৃষ্টি করতে বিসিকের নতুন প্লট বরাদ্দ দেওয়া দরকার। দিনাজপুরে যারা উদ্যোক্তা আছেন, তারা ধীরে ধীরে ক্ষুদ্র শিল্পের দিকে ধাবিত হচ্ছেন। বিসিক ব্যবসায়ীদের নতুন করে প্লট বরাদ্দ দিলে ছোট ছোট শিল্প গড়ে উঠতে সহায়ক হবে। বিসিক শিল্পনগরীতে সম্ভাবনাময় ক্ষুদ্র শিল্প ইউনিট গড়ে তুলতে নতুন করে প্লট তৈরি করে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা