ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও প্রসারে অর্ধশত বছর আগে শিল্পনগরী হিসেবে দিনাজপুর বিসিকের যাত্রা শুরু হয়। প্রতিদিন কোটি কোটি টাকার বাণিজ্য হলেও এখন বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে স্থবির হয়ে পড়েছে শিল্প কারখানার উন্নয়ন। শিল্পের উন্নয়নে কাজ করলেও বিসিক এলাকার দৈন্যদশায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। সংস্কার হয়নি রাস্তা, পয়ঃনিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা আবার শিল্প কারখানার বর্জ্য প্রক্রিয়াজাত না করে সরাসরি ড্রেনে যাওয়ায় পরিবেশের ক্ষতি করছে। এ ছাড়া শিল্পনগরী এলাকায় সব সময় ধানের তুষের ধূলিকণা উড়ায় চোখের সমস্যা করছে বলেও অভিযোগ সাধারণ মানুষের। আবার বর্ষার সময় ড্রেনের পানি আর বর্ষার পানিতে রাস্তা একাকার হয়ে যায়। এদিকে বিসিক শিল্পনগরীর এই বেহাল অবস্থার কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছেন উন্নয়নের জন্য চাহিদা অনুযায়ী বরাদ্দ চেয়েও পাওয়া যায় না। অপরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় বেশির ভাগ সময় জলাবদ্ধতার শিকার হচ্ছে শিল্প কলকারখানাগুলো। সাড়ে ৫ হাজার ফিট রাস্তার মধ্যে সাড়ে ৩ হাজার ফুট চলাচলের অযোগ্য। ৭ হাজার ফুট ড্রেনের মধ্যে ৫ হাজার ফুট পানি নিষ্কাশন হয় না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মালবাহী পরিবহনগুলোকেও পড়তে হয় নানা সমস্যায়। এতে মালবাহী পরিবহনগুলো সময়মতো পণ্য ডেলিভারি করতে পারে না। আবার রাস্তা খানাখন্দের কারণে ক্ষতি হচ্ছে বিভিন্ন যানবাহনেরও। মালামাল সরবরাহসহ পণ্য ওঠা-নামায় পড়তে হয় বিপাকে। এ বেহাল অবস্থা কাটাতে সংস্কারে বিসিকের শিল্প কলকারখানাগুলো সরকারের দৃষ্টি কামনা করেছে। ব্যবসায়ী ও শ্রমিকদের অভিযোগ, সরকারি রাজস্ব, ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করলেও যে সব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তা এখানে নেই। জেলার ব্যবসায়ীরা জানান, এসএমই খাতের ঋণ সহায়তার মাধ্যমে ছোট ছোট শিল্প গড়ে তোলার সুযোগ সৃষ্টি করতে বিসিকের নতুন প্লট বরাদ্দ দেওয়া দরকার। দিনাজপুরে যারা উদ্যোক্তা আছেন, তারা ধীরে ধীরে ক্ষুদ্র শিল্পের দিকে ধাবিত হচ্ছেন। বিসিক ব্যবসায়ীদের নতুন করে প্লট বরাদ্দ দিলে ছোট ছোট শিল্প গড়ে উঠতে সহায়ক হবে। বিসিক শিল্পনগরীতে সম্ভাবনাময় ক্ষুদ্র শিল্প ইউনিট গড়ে তুলতে নতুন করে প্লট তৈরি করে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা।
শিরোনাম
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
স্থবির দিনাজপুর বিসিক শিল্পনগরীর উন্নয়ন
রিয়াজুল ইসলাম, দিনাজপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর