রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শহরে ময়লার স্তূপ

ঠাকুরগাঁও প্রতিনিধি

শহরে ময়লার স্তূপ

ঠাকুরগাঁও পৌর শহরে ময়লার স্তূপ। যেন দেখার কেউ নেই। এসব ময়লা জড় করে ফেলে রাখা হচ্ছে শহরের বিভিন্ন সড়কের পাশে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যেখানে-সেখানে ফেলা হচ্ছে শহরের ময়লা-আবর্জনা। এতে বাসস্ট্যান্ড, বাসাবাড়ি ও ব্যস্ততম সড়কের পাশে তৈরি হয়েছে ছোট-বড় ভাগাড়। এসব সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, যানবাহনের যাত্রী ও পথচারীদের  কাপড় দিয়ে নাক ঢেকে  চলতে হচ্ছে। সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দুর্গন্ধে নাজেহাল পৌরবাসী। এভাবে ময়লার ভাগাড়গুলো যেখানে-সেখানে থাকলে বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি ও পরিবেশের দূষণ বাড়বে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ময়লা ফেলার স্থান সরিয়ে নেওয়ার দাবি জানানোর পরেও কোনো ব্যবস্থাই নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। গতকাল পৌরসভার বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, শহরের প্রবেশ পথে সেনুয়া ব্রিজ, মুসলিমনগর, ডিসি পার্ক, টাংগন ব্রিজ, সত্যপীর ব্রিজ এলাকায় রাস্তার পাশে ময়লা-আবর্জনার স্তূপ। খোলা স্থানে ফেলা এসব ময়লা-আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। পশু-পাখি, কুকুর-বিড়াল খাবারের উচ্ছিষ্ট ভক্ষণ করার সময় এলোমেলো করে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে। আর সড়কের ওপরের এসব ময়লা-আবর্জনা যানবাহনের চাকায় পিষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এসব ধুলায় পরিণত হয়ে বাতাসে উড়ছে। এ ছাড়া বিভিন্ন প্রকারের রোগবাহী জীবাণু ও কীটপতঙ্গের উৎপত্তি ঘটছে। ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বাসচালক নাজমুল হাসান জানান, শহরের এ স্থানে এলেই আর সামনে যেতে মন চায় না। সড়কটি পার হতে অনেক কষ্ট হয়। পচা-দুর্গন্ধ। মাঝে মাঝে বমি চলে আসে। শহরে কাজ করতে আসা আরিফ হোসেন বলেন,  প্রতিদিন আকচা থেকে শহরে যাওয়ার জন্য এ সড়ক দিয়ে চলাচল করতে হয়। কিন্তু গোবিন্দনগর সড়কে এলে ময়লা-আবর্জনার উৎকট গন্ধে নাক চেপে চলতে হয়। অন্যরা ও নাক-মুখ চেপে দ্রুত পার হয়ে যায়। ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, এভাবে খোলা জায়গায় ফেলা ময়লার দুর্গন্ধ নানা রোগের কারণ হতে পারে। সঠিক পরিকল্পনায় ময়লা-আবর্জনা ফেলা উচিত। তা না হলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে। ময়লা-আবর্জনা ফেলার এমন অব্যবস্থাপনা নিয়ে পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা জানান, পৌরসভার প্রবেশদ্বারে বড় খাল থাকায় সেখানে ময়লা ফেলা হচ্ছিল। দ্রুত সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর