কালিয়াকৈর উপজেলার রয়েছে তিন শতাধিক শিল্প-কারখানা। এর বেশির ভাগের শোধনাগার না থাকায় উপজেলার বিভিন্ন খাল, বিল, নদী-নালায় বর্জ্য প্রবাহিত হচ্ছে। এতে দূষিত হচ্ছে পানি। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। বর্জ্য শোধন না করায় দুর্গন্ধে এলাকার মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। নিয়মানুযায়ী কারখানার বর্জ্য এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের (ইটিপি) মাধ্যমে পরিশোধন করার কথা থাকলেও প্রতিষ্ঠানগুলো সেসব নিয়মের তোয়াক্কা না করেই কাজ চালিয়ে যাচ্ছে। কালিয়াকৈরের বিভিন্ন এলাকার তিন শতাধিক শিল্প-কারখানার বেশির ভাগেই ইটিপি নেই। কিছু কারখানায় ইটিপি থাকলেও অধিকাংশ সময় বন্ধ রাখা হয়। এ কারণে কারখানার বর্জ্য সরাসরি খাল, বিল ও নালা দিয়ে নদী ও ফসলি জমিতে গিয়ে পড়ছে। ফলে নষ্ট হচ্ছে ফসল। জমিতে আগের মতো ফসল উৎপাদন হচ্ছে না। খাল-বিলের পানি ঘন কালো ও নীল রঙের বর্জ্য পদার্থ মিশে নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় জেলে ও এলাকাবাসী জানান, বিষাক্ত বর্জ্যরে কারণে তারা উপজেলার ঐতিহ্যবাহী মকশ বিলের পশ্চিমাংশে মাছ ধরতে পারছেন না। পানি বিষাক্ত হওয়ায় খাল ও বিলের পানিতে নামলেই শরীর চুলকায় এবং ফোসকা ওঠে। চাষিরাও দূষিত পানি ফসলি জমিতে ব্যবহার করতে পারছেন না। উপজেলার মাটিকাটা, কৌচাকুড়ি, সিনাবহ, মাজুখান, রতনপুর, আত্রমচালা, বাঁশতলী এলাকার অনেক কৃষকের বোরো আবাদ বন্ধ হচ্ছে। উপজেলার কৌচাকুড়ি এলাকার কৃষক শফিকুল উদ্দিন জানান, তার বেশির ভাগ বোরো জমি পশ্চিম চকে রয়েছে- যা সব সময় বর্জ্য পদার্থ মিশ্রিত পানিতে তলিয়ে থাকে। এ জমি চাষ করা সম্ভব হচ্ছে না। কোনো কোনো বিলে ধান উৎপাদন বন্ধের পথে। আরেক বাসিন্দা মুসলিম উদ্দিন বলেন, শিল্পকারখানার বর্জ্যরে দূষিত পানির প্রবাহ দিন দিন বেড়েই চলেছে। ফলে এলাকার উর্বর জমি অনুর্বর জমিতে পরিণত হচ্ছে। ফসল-ফলাদির উৎপাদন কমে গেছে। খালে-বিলে মাছ নেই বললেই চলে। সারা দিন জাল ফেলে মাছের দেখা মিলে না। কালিয়াকৈর উপজেলা সদরের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, উপজেলায় আমার দুই একর ফসলের খেত রয়েছে। এসব খেতে উৎপাদন হচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে এ এলাকার অনেকের আয়-রোজগার কমে গেছে। কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কারখানার ইটিপি ব্যবহার না করায় বর্জ্যমিশ্রিত পানিতে নিচু জমির ধানের বেশি ক্ষতি হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কালিয়াকৈর ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, যেসব কারখানায় ইটিপি নেই বা পানি শোধনাগার ব্যবস্থা করা হয়নি তাদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানো হবে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
কালিয়াকৈরে শিল্পকারখানার বর্জ্যে কৃষিজমির ক্ষতি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর