কালিয়াকৈর উপজেলার রয়েছে তিন শতাধিক শিল্প-কারখানা। এর বেশির ভাগের শোধনাগার না থাকায় উপজেলার বিভিন্ন খাল, বিল, নদী-নালায় বর্জ্য প্রবাহিত হচ্ছে। এতে দূষিত হচ্ছে পানি। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। বর্জ্য শোধন না করায় দুর্গন্ধে এলাকার মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। নিয়মানুযায়ী কারখানার বর্জ্য এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের (ইটিপি) মাধ্যমে পরিশোধন করার কথা থাকলেও প্রতিষ্ঠানগুলো সেসব নিয়মের তোয়াক্কা না করেই কাজ চালিয়ে যাচ্ছে। কালিয়াকৈরের বিভিন্ন এলাকার তিন শতাধিক শিল্প-কারখানার বেশির ভাগেই ইটিপি নেই। কিছু কারখানায় ইটিপি থাকলেও অধিকাংশ সময় বন্ধ রাখা হয়। এ কারণে কারখানার বর্জ্য সরাসরি খাল, বিল ও নালা দিয়ে নদী ও ফসলি জমিতে গিয়ে পড়ছে। ফলে নষ্ট হচ্ছে ফসল। জমিতে আগের মতো ফসল উৎপাদন হচ্ছে না। খাল-বিলের পানি ঘন কালো ও নীল রঙের বর্জ্য পদার্থ মিশে নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় জেলে ও এলাকাবাসী জানান, বিষাক্ত বর্জ্যরে কারণে তারা উপজেলার ঐতিহ্যবাহী মকশ বিলের পশ্চিমাংশে মাছ ধরতে পারছেন না। পানি বিষাক্ত হওয়ায় খাল ও বিলের পানিতে নামলেই শরীর চুলকায় এবং ফোসকা ওঠে। চাষিরাও দূষিত পানি ফসলি জমিতে ব্যবহার করতে পারছেন না। উপজেলার মাটিকাটা, কৌচাকুড়ি, সিনাবহ, মাজুখান, রতনপুর, আত্রমচালা, বাঁশতলী এলাকার অনেক কৃষকের বোরো আবাদ বন্ধ হচ্ছে। উপজেলার কৌচাকুড়ি এলাকার কৃষক শফিকুল উদ্দিন জানান, তার বেশির ভাগ বোরো জমি পশ্চিম চকে রয়েছে- যা সব সময় বর্জ্য পদার্থ মিশ্রিত পানিতে তলিয়ে থাকে। এ জমি চাষ করা সম্ভব হচ্ছে না। কোনো কোনো বিলে ধান উৎপাদন বন্ধের পথে। আরেক বাসিন্দা মুসলিম উদ্দিন বলেন, শিল্পকারখানার বর্জ্যরে দূষিত পানির প্রবাহ দিন দিন বেড়েই চলেছে। ফলে এলাকার উর্বর জমি অনুর্বর জমিতে পরিণত হচ্ছে। ফসল-ফলাদির উৎপাদন কমে গেছে। খালে-বিলে মাছ নেই বললেই চলে। সারা দিন জাল ফেলে মাছের দেখা মিলে না। কালিয়াকৈর উপজেলা সদরের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, উপজেলায় আমার দুই একর ফসলের খেত রয়েছে। এসব খেতে উৎপাদন হচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে এ এলাকার অনেকের আয়-রোজগার কমে গেছে। কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কারখানার ইটিপি ব্যবহার না করায় বর্জ্যমিশ্রিত পানিতে নিচু জমির ধানের বেশি ক্ষতি হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কালিয়াকৈর ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, যেসব কারখানায় ইটিপি নেই বা পানি শোধনাগার ব্যবস্থা করা হয়নি তাদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানো হবে।
শিরোনাম
- মাছের বাজারে চড়া দাম, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
কালিয়াকৈরে শিল্পকারখানার বর্জ্যে কৃষিজমির ক্ষতি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর