ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় উজাড় হচ্ছে গাছ। দিনের পর দিন বৃক্ষ নিধন চলছে। এ বৃক্ষ নিধন সারা বছর কম-বেশি চললেও জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত বেড়ে যায়। এ সময় শুষ্ক মৌসুম থাকায় বিভিন্ন ইটভাটার জ্বালানি হিসেবেও এ গাছ বিক্রি হয়। পাশাপাশি ফার্নিচারের দোকান দিনে দিনে এ এলাকায় বৃদ্ধি পাওয়ায় গাছ নিধনের হার বেড়েছে। গত কয়েক দিন নগরকান্দার রামনগর, ডাঙ্গী, ভাঙ্গার নাসিরাবাদ ও মানিকদহ ইউনিয়নের বেশ কিছু স্থানে গাছ কাটার চিত্র দেখা গেছে। নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নেই শতাধিক গাছ ব্যবসায়ী রয়েছেন বলে এলাকার বেশ কয়েকজন জানান। কয়েকজন গাছ ব্যবসায়ী জানান, সারা বছর তাদের ব্যবসা কোনো রকম চললেও জানুয়ারি মাস থেকে ব্যবসা চাঙা। ভালো মানের কাঠ ফার্নিচারের দোকান মালিকরা কিনে নেন। আর ছোট গাছ ও বড় গাছের ডালপালা বিভিন্ন ইটভাটার মালিকরা কেনেন। ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের বাসিন্দা মহসীন খন্দকার (৬৫) বলেন, আমাদের এলাকায় আগে অনেক মান্দার (শিমুল তুলা) গাছ ও বাবলা গাছ ছিল। এখন নেই বললেই চলে। সব গেছে ইটভাটায়। নগরকান্দার রামনগর গ্রামের আরিফ মিয়া বলেন, এ বছর আমাদের গ্রামের বেশ কয়েকটি বাগানের গাছ বিক্রি হয়েছে। অনেক বাগান মালিক ছোট ছোট গাছও বিক্রি করে দিয়েছে। ভাঙ্গা উপজেলার মহেশ্বরদী গ্রামের এক প্রবীণ ব্যক্তি জানান, আমাদের এলাকার গাছ চোখের সামনে কমে গেছে। ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের বাসিন্দা ও কলেজছাত্র সুজন মোল্লা বলেন, ভাঙ্গা এলাকায় ইটভাটা বেড়ে যাওয়ায় গাছ উজাড় হওয়ার হার বেড়েছে। ভাঙ্গা উপজেলা নাগরিক কমিটির সদস্য সুভাষ ম ল বলেন, গত কয়েক বছর ধরে বাগান করার প্রবণতাও বেড়েছিল। এখন আবার অনেকেই বাগানের ছোটো ছোটো গাছ বিক্রি করে দিচ্ছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি অফিসগুলোতেও উন্নয়নের নামে আগের দিনের বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। ভাঙ্গা মহিলা কলেজের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক মাসুমা খানম বলেন, গাছ মানুষের বড় বন্ধু। গাছের দেওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে আছি। তাই গাছ কাটার প্রবণতা কমানোর জন্য জনসচেতনতা সৃষ্টি করতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে।
শিরোনাম
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
উজাড় হচ্ছে গাছ
অজয় দাস, ভাঙ্গা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম