ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে খাল পুনর্খনন প্রকল্পের মাটি খালের পাড়ে না ফেলে ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। এ নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দরপত্রে যেভাবে খননের কথা বলা আছে, ঠিকাদার সেই নিয়ম না মেনে প্রায় ২৫/৩০ ফুট গভীর এবং ৬০/৭০ ফুট চওড়া করে খালটি খনন করছেন। মাটি বিক্রির জন্যই অতিরিক্ত গভীর করে খাল খনন করা হচ্ছে বলে মনে করছেন অনেকে। খননের মাটি খালের দুই পাশে না ফেলে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে দেওয়া হচ্ছে। এতে বর্ষা মৌসুমে দুই পাশের রাস্তাঘাট ও ফসলি জমি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঝিনাইদহ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, বিভিন্ন স্থানে খালের উচ্চতার তারতম্য রয়েছে। সেই অনুযায়ী খনন করা হচ্ছে। তিনি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মাটি বিক্রি করা হচ্ছে। আমরা প্রতি ঘনফুট ৭০ পয়সা দরে অতিরিক্ত মাটি বিক্রি করে দিচ্ছি।