ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে প্রবাহিত এক সময়ের খরস্রোতা তিতাস নদী এখন নাব্য হারিয়েছে। নদীজুড়ে গড়ে তোলা হয়েছেন কয়েক শ অবৈধ মাছের ঘের। গাছের ডাল-পাতা ও বাঁশ দিয়ে তৈরি এ ঘেরের কারণে উজান থেকে আসা পলি আটকে ভরাট হচ্ছে নদীর তলদেশ। ফলে ব্যাহত হচ্ছে নৌ-চলাচল। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা দিয়ে বয়ে গেছে ৪৫ কিলোমিটার দীর্ঘ তিতাস নদী। নদীতে কয়েক শ ঘের তৈরি করে নির্বিচারে রেণু ও মা মাছসহ বিভিন্ন জাতের মাছ শিকার করছে প্রভাবশালী মহল। এ ঘেরের কারণে নদীর স্বাভাবিক স্রোতধারা ব্যাহত হচ্ছে। নৌপথ বন্ধ হওয়ার কারণে স্থানীয় ব্যবসায়ীদের অতিরিক্ত টাকা খরচ করে স্থলপথে মালামাল আনা-নেওয়া করতে হচ্ছে। এ ছাড়া ঘেরের কচুরিপানা আটকে গিয়ে পচে পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তিতাসপাড়ের মানুষ গোসল ও রান্নাসহ দৈনন্দিন কাজে নদীর পানি ব্যবহার করতে পারছেন না। স্রোত বাধাগ্রস্ত হওয়ায় অনেক জায়গায় ডুবোচর জেগেছে। জানা যায়, নদীতে নৌ চলাচল ব্যাহত হওয়ার কারণে ঘের নির্মাণ নিষিদ্ধ করেছে সরকার। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি ঘের তৈরি এবং চিকন জাল দিয়ে মাছ নিধন করছেন। মা মাছ ও ছোট পোনা ধরছেন ঘের মালিকরা। বাঞ্ছারামপুর উপজেলা অংশের তিতাস নদীর প্রায় ২০ কিলোমিটার এলাকায় অন্তত ৫০০ অবৈধ মৎস্য ঘের রয়েছে। মাছ শিকারে ঘের মালিকরা একেবারেই ঘন (চিকন মশারির জাল) জাল ব্যবহার করছেন। এসব জাল থেকে কোনো (আধা সেন্টিমিটারের কম) ধরনের মাছই বের হতে পারে না। সাহেবনগর গ্রামের লিটন মিয়া বলেন, এই গাঙে এক সময় গভীরতা ছিল অনেক। এখন দখল ও ভরাটের কারণে শুকনা মৌসুমে নদীতে কোমর পানি পর্যন্ত হয়ে যায়। ফরদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে নদীতে অবৈধভাবে কিছু ব্যক্তি ঘের দিয়ে মাছ শিকার করছে। পলি জমে ভরাট ও অবৈধ দখলদাররা নদীর তীরে বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তিতাস নদী তার ঐতিহ্য ফিরে পাবে। বাঞ্ছারামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদা আক্তার বলেন, অবৈধ মাছের ঘের উচ্ছেদের কাজ শুরু করেছি। ইউএনও স্যারের সঙ্গে কথা বলে ঘের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা জানান, সব অবৈধ ঘের উচ্ছেদ করা হবে। নদী দখল করে নৌ চলাচল বিঘ্নিত হয়- এমন কোনো কাজ নদীতে করা যাবে না বলে তিনি জানান।
শিরোনাম
- শুক্রবার রাতে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
- গোপালগঞ্জে শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সম্মেলন
- ডিএমপির নভেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা
- ট্রাইব্যুনালে হাজির করা হলো যাত্রাবাড়ী থানার সাবেক ওসিকে
- ভালুকায় চোরকে ধাওয়া করতে গিয়ে যুবক নিহত
- ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত ১২
- আ.লীগের শাসনামলে দেশকে নিঃস্ব করে ফেলা হয়েছে : নজরুল ইসলাম
- পিএসএলের প্লেয়ার্স ড্রাফট ১১ জানুয়ারি
- শি জিনপিংকে নিজের অভিষেকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প!
- শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত
- দেশে ফিরলেন মির্জা ফখরুল
- ভোগান্তি ছাড়াই যেন সাধারণ মানুষ সঠিক সেবা পায় : জেলা প্রশাসক
- বিএনপির যৌথসভা বিকালে
- হোয়াইটওয়াশ এড়াতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
- র্যাবের দ্বারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা প্রার্থনা করছি : ডিজি
- ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
- মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া
- ব্যাট হাতে তামিমের ঝড়ো ফিফটি
- ওসি প্রদীপের স্ত্রী চুমকির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন