ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে প্রবাহিত এক সময়ের খরস্রোতা তিতাস নদী এখন নাব্য হারিয়েছে। নদীজুড়ে গড়ে তোলা হয়েছেন কয়েক শ অবৈধ মাছের ঘের। গাছের ডাল-পাতা ও বাঁশ দিয়ে তৈরি এ ঘেরের কারণে উজান থেকে আসা পলি আটকে ভরাট হচ্ছে নদীর তলদেশ। ফলে ব্যাহত হচ্ছে নৌ-চলাচল। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা দিয়ে বয়ে গেছে ৪৫ কিলোমিটার দীর্ঘ তিতাস নদী। নদীতে কয়েক শ ঘের তৈরি করে নির্বিচারে রেণু ও মা মাছসহ বিভিন্ন জাতের মাছ শিকার করছে প্রভাবশালী মহল। এ ঘেরের কারণে নদীর স্বাভাবিক স্রোতধারা ব্যাহত হচ্ছে। নৌপথ বন্ধ হওয়ার কারণে স্থানীয় ব্যবসায়ীদের অতিরিক্ত টাকা খরচ করে স্থলপথে মালামাল আনা-নেওয়া করতে হচ্ছে। এ ছাড়া ঘেরের কচুরিপানা আটকে গিয়ে পচে পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তিতাসপাড়ের মানুষ গোসল ও রান্নাসহ দৈনন্দিন কাজে নদীর পানি ব্যবহার করতে পারছেন না। স্রোত বাধাগ্রস্ত হওয়ায় অনেক জায়গায় ডুবোচর জেগেছে। জানা যায়, নদীতে নৌ চলাচল ব্যাহত হওয়ার কারণে ঘের নির্মাণ নিষিদ্ধ করেছে সরকার। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি ঘের তৈরি এবং চিকন জাল দিয়ে মাছ নিধন করছেন। মা মাছ ও ছোট পোনা ধরছেন ঘের মালিকরা। বাঞ্ছারামপুর উপজেলা অংশের তিতাস নদীর প্রায় ২০ কিলোমিটার এলাকায় অন্তত ৫০০ অবৈধ মৎস্য ঘের রয়েছে। মাছ শিকারে ঘের মালিকরা একেবারেই ঘন (চিকন মশারির জাল) জাল ব্যবহার করছেন। এসব জাল থেকে কোনো (আধা সেন্টিমিটারের কম) ধরনের মাছই বের হতে পারে না। সাহেবনগর গ্রামের লিটন মিয়া বলেন, এই গাঙে এক সময় গভীরতা ছিল অনেক। এখন দখল ও ভরাটের কারণে শুকনা মৌসুমে নদীতে কোমর পানি পর্যন্ত হয়ে যায়। ফরদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে নদীতে অবৈধভাবে কিছু ব্যক্তি ঘের দিয়ে মাছ শিকার করছে। পলি জমে ভরাট ও অবৈধ দখলদাররা নদীর তীরে বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তিতাস নদী তার ঐতিহ্য ফিরে পাবে। বাঞ্ছারামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদা আক্তার বলেন, অবৈধ মাছের ঘের উচ্ছেদের কাজ শুরু করেছি। ইউএনও স্যারের সঙ্গে কথা বলে ঘের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা জানান, সব অবৈধ ঘের উচ্ছেদ করা হবে। নদী দখল করে নৌ চলাচল বিঘ্নিত হয়- এমন কোনো কাজ নদীতে করা যাবে না বলে তিনি জানান।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
তিতাস নদীজুড়ে অবৈধ ঘের
মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর