বরগুনা তালতলী উপজেলার বুড়িশ্বর নদীর বেরিবাঁধে আবারও নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে বসতবাড়ি ও কৃষি জমি নিয়ে। তালতলী উপজেলায় নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে আবারও নতুন করে বুড়িশ্বর নদীর বেড়িবাঁধের ভাঙন প্রতিরোধ করা না হলে বিস্তীর্ণ জনপদের বসতবাড়ি ভেসে গিয়ে লোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করছে গ্রামবাসী। তেঁতুলবাড়িয়া গ্রামবাসী অভিযোগ করেন, বুড়িশ্বর নদীর বেড়িবাঁধ ভেঙে ইতিপূর্বে হাজার পরিবার গৃহহারা হয়েছে। লবণ পানি প্রবেশ করায় হাজার হাজার হেক্টর ফসলি জমিতে লবণাক্ত তৈরি হয়েছে। পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে গ্রামবাসীকে সর্বস্ব হারাতে হচ্ছে। বেড়িবাঁধ নির্মাণ এবং সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতিকেই দায়ী করেন গ্রামবাসী। সরেজমিন দেখা যায়, বুড়িশ্বর নদীতে প্রবল স্রোতে জোয়ারে প্রায় ১০০ ফুটের মতো বেড়িবাঁধ নদীতে অল্প দিনের মধ্য বিলিন হয়ে গেছে। বেড়িবাঁধের এ অংশ নতুন করে ভেঙে দেড় থেকে দুই ফুট অবশিষ্ট রয়েছে যা যেকোনো মুহূর্তে ধ্বসে যাবে। তাৎক্ষণিক মেরামত করা না গেলে পরবর্তী জোয়ারে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ পুরোপুরি ধ্বসে গিয়ে পুরো এলাকা প্লাবিত হয়ে পড়বে এবং বসতবাড়ি ভেসে যাবে। এ ছাড়া এলাকার আরও সাড়ে ৪ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। স্থানীয় গ্রামবাসীরা বলেন, যেকোনো সময় বেড়িবাঁধ ভেঙে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই গ্রাম। এর আগেও কয়েকবার বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। নতুন করে বেড়িবাঁধ ভেঙে এলাকায় লোনা পানি ঢুকলে সব ধরনের ফসল ও গাছ শেষ হয়ে যাবে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা