বরগুনা তালতলী উপজেলার বুড়িশ্বর নদীর বেরিবাঁধে আবারও নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে বসতবাড়ি ও কৃষি জমি নিয়ে। তালতলী উপজেলায় নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে আবারও নতুন করে বুড়িশ্বর নদীর বেড়িবাঁধের ভাঙন প্রতিরোধ করা না হলে বিস্তীর্ণ জনপদের বসতবাড়ি ভেসে গিয়ে লোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করছে গ্রামবাসী। তেঁতুলবাড়িয়া গ্রামবাসী অভিযোগ করেন, বুড়িশ্বর নদীর বেড়িবাঁধ ভেঙে ইতিপূর্বে হাজার পরিবার গৃহহারা হয়েছে। লবণ পানি প্রবেশ করায় হাজার হাজার হেক্টর ফসলি জমিতে লবণাক্ত তৈরি হয়েছে। পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে গ্রামবাসীকে সর্বস্ব হারাতে হচ্ছে। বেড়িবাঁধ নির্মাণ এবং সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতিকেই দায়ী করেন গ্রামবাসী। সরেজমিন দেখা যায়, বুড়িশ্বর নদীতে প্রবল স্রোতে জোয়ারে প্রায় ১০০ ফুটের মতো বেড়িবাঁধ নদীতে অল্প দিনের মধ্য বিলিন হয়ে গেছে। বেড়িবাঁধের এ অংশ নতুন করে ভেঙে দেড় থেকে দুই ফুট অবশিষ্ট রয়েছে যা যেকোনো মুহূর্তে ধ্বসে যাবে। তাৎক্ষণিক মেরামত করা না গেলে পরবর্তী জোয়ারে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ পুরোপুরি ধ্বসে গিয়ে পুরো এলাকা প্লাবিত হয়ে পড়বে এবং বসতবাড়ি ভেসে যাবে। এ ছাড়া এলাকার আরও সাড়ে ৪ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। স্থানীয় গ্রামবাসীরা বলেন, যেকোনো সময় বেড়িবাঁধ ভেঙে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই গ্রাম। এর আগেও কয়েকবার বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। নতুন করে বেড়িবাঁধ ভেঙে এলাকায় লোনা পানি ঢুকলে সব ধরনের ফসল ও গাছ শেষ হয়ে যাবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ