মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভৈরবে তালাবদ্ধ ঘরে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে তালাবদ্ধ ঘর থেকে সাহারা বেগম (২৮) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে ভৈরব পৌর শহরের কালীপুর মধ্যপাড়ার সামাদ মিয়ার বাড়ির একটি ঘর থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। সাহারা ভৈরব পৌর শহরের পঞ্চবটি এলাকার লাল মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী উজ্জ্বল মিয়া পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, সাহারা বেগম ও রিকশাচালক উজ্জ্বল মিয়া কালীপুর মধ্যপাড়ার সামাদ মিয়ার বাড়িতে একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে  বসবাস করছিলেন। সাহারা বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গতকাল দুপুরে ঘর তালাবদ্ধ দেখে স্থানীয় লোকজন দরজার ফাঁক দিয়ে ঘরের আঁড়ার সঙ্গে দড়িতে সাহারাকে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

সর্বশেষ খবর