শিরোনাম
মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীণ মেলা

দিনাজপুর প্রতিনিধি

ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীণ মেলা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীণ মেলা হয়েছে দিনাজপুরে। গত রবিবার দিবাগত সন্ধ্যায় ফুলবাড়ীর দৌলতপুর ইউপির পলিপাড়া ডাঙ্গা শ্রী শ্রী কালী মন্দির চত্বরে এ মেলার আয়োজন করা হয়। মেলা ও চড়ক উৎসব দেখতে সেখানে হাজার হাজার ভক্ত ও দর্শণার্থীর সমাগম ঘটে। মানুষের অপলক দৃষ্টি ছিল ৩০ ফুট উচ্চতার কাঠের দন্ডের দিকে। একজন মানুষ শূন্যে ঘুরছেন একটি দড়িতে ঝুলে। দড়িটি বাঁধা মানুষটির পিঠের চামড়ায় গাঁথা বড় দুটি বড়শির সঙ্গে। চলছে উলুধ্বনি, শঙ্খধ্বনি। বাজছে ঢাকঢোল। ঘুড়ানো হচ্ছে কাঠের দন্ডটি। আর তাতেই ঝুলে চারদিকে চক্কর খেলেন অরবিন্দ চন্দ্র রায় (৪৬) নামের ওই ব্যক্তি। তার সঙ্গে থাকা ফুল-জল, আবির, কলা, বাতাসা, নকুলদানা ইত্যাদি ছিটিয়ে দেন অগণিত ভক্ত-দর্শকের দিকে। অরবিন্দ রায় দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার চাঁদপাড়া গ্রামের মতিলালের ছেলে। উৎসবের আয়োজক পলিপাড়া ডাঙ্গা শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি সোহেল চন্দ্র রায় বলেন, চৈত্র মাসের শেষে চড়ক কালীপূজার আয়োজন করা হয়। এই পূজা ও চড়ক উৎসব কেন্দ্র করে দিনব্যাপী মেলা বসেছে।

 

সর্বশেষ খবর