শিরোনাম
শুক্রবার, ৫ মে, ২০২৩ ০০:০০ টা

গাছ কাটা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের

জয়পুরহাট প্রতিনিধি

গাছ কাটা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের

জয়পুরহাট সদর উপজেলার মাঝিপাড়া এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে শাহিদ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহিদ মাঝিপাড়া গ্রামের বাবু হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামি গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গত সোমবার বিকালে প্রতিপক্ষরা শাহিদ হোসেনের গাছ কাটছিলেন। তখন শাহিদ বাধা দিলে দুই পক্ষে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা গাছের ডালের আঘাতে শাহিদ গুরুতর আহত হন। ওসি আরও বলেন, শাহিদকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছিল।

 

 

সর্বশেষ খবর