শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

দিনাজপুর পৌরবাসীর ভোগান্তির শেষ নেই

দিনাজপুর প্রতিনিধি

প্রায় দেড়শ বছরের প্রাচীন দিনাজপুর পৌরসভার বর্তমান অবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে খারাপ। প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ার ৩০ বছর পার হলেও এখানে বাড়েনি নাগরিকসেবা। শহরের যেখানে-সেখানে উন্মুক্ত স্থানে ফেলা হয় ময়লা-আবর্জনা। রাস্তা-ঘাটেরও বেহাল দশা। ভাঙা রাস্তা ও ডাস্টবিনের নোংরা দুর্গন্ধে চলাফেরা করা শুধু কষ্টসাধ্যই নয় বিপজ্জনকও হয়ে পড়েছে। নিয়মিত ডাস্টবিন পরিষ্কার না হওয়ায় রাস্তাজুড়ে নোংরা ছড়ানো ছিটানো থাকে। চলার অযোগ্য হয়ে পড়েছে পৌর এলাকার বেশির ভাগ সড়ক। বেড়েছে কুকুরের উৎপাত। এতে পরিবেশ দূষিত জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। স্বাস্থ্যঝুঁকি বাড়ছে গর্ভবতী ও প্রসূতি মায়েদের। প্রতিনিয়ত নানা দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শহরে অটোরিকশার দৌরাত্ম্য ও ভাড়া নির্ধারিত না থাকায় প্রায়ই চালক ও যাত্রীর মধ্যে বিবাদ লেগে থাকছে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে বাড়িঘর নির্মাণ ও সংস্কারের জন্য ইচ্ছেমতো রাস্তা দখল করে বালি, ইট, খোয়া, সিমেন্ট, রড রাখা হচ্ছে। যা যানবাহন ও মানুষ চলাচলে অন্তরায়। অবৈধভাবে স্থাপন করা দোকানপাট অপসারণের উদ্যোগ নেই। এসব সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন নাগরিকরা। দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, জনবল ও উপকরণ সংকটের কারণে অনেক সময় সমস্যায় পড়তে হয়। পর্যায়ক্রমে শহরের সব ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। শিগগিরই রাস্তা-ড্রেনের উন্নয়ন করা হবে বলে জানান তিনি। এদিকে প্রাচীনতম দিনাজপুর পৌরসভার নাগরিকদের ভোগান্তি নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। বৃহস্পতিবার রাতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। বক্তব্য রাখেন- আবু তৈয়ব আলী দুলাল, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু প্রমুখ।

এদিকে সম্প্রতি পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিকভাবে পথ চলার ব্যবস্থা করে দিনাজপুর শহরকে নিরাপদ দূষণমুক্ত করার এবং রাস্তা-ঘাট সংস্কার ও ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ, ভাড়া নির্ধারণের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে মহিলা পরিষদ দিনাজপুর শাখা। এ ছাড়া শহর যানজটমুক্ত করতে বহিরাগত ইজিবাইক চলাচল বন্ধ, দিনে ভারী ট্রাক বন্ধ, নাইটকোচের স্ট্যান্ড স্থানান্তর, ফুটপাতে বাজার-দোকান উচ্ছেদসহ ১১ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসোইটি।

সর্বশেষ খবর