রায়গঞ্জের ফুলজোড় নদে দুটি কারখানার কেমিক্যাল বর্জ্য ফেলায় পানিতে দূষণ দেখা দিয়েছে। অতিমাত্রায় দূষণের ফলে মরছে মাছসহ জলজপ্রাণী। বগুড়ার ছোনকা থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হয়ে নলকা পর্যন্ত ৩০ কিলোমিটারে এ মড়ক দেখা দিয়েছে। নদের এ অংশে ২ হাজারের বেশি খাঁচায় চাষ করা মাছও মারা যাচ্ছে। প্রতিটি খাঁচায় ৩০-৪০ মণ মাছ মারা যাওয়ায় ৭০ জন চাষির ১৪-১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সূত্র জানান, এ নদে গোসল করে তীরবর্তী মানুষের চর্মসহ পানিবাহিত নানা রোগ দেখা দিয়েছে। ক্ষতিপূরণ দাবিতে গতকাল সকালে মাছ চাষি ও এলাকাবাসী ঢাকা-রংপুর মহাসড়কের সাহেবগঞ্জ বাজারে মানববন্ধন করেছেন। এতে বক্তব্য দেন নলকা ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাওছার আহমেদ, মাছ চাষি শহিদুল ইসলাম প্রমুখ। ইউপি চেয়ারম্যান জানান, নদের উজানে বগুড়ার শেরপুর উপজেলার দুটি কারখানার বিষাক্ত বর্জ্য ফুলজোড়ে ফেলায় পানি বিষাক্ত হয়ে তিন দিন ধরে মাছ ও জলজপ্রাণী মারা যাচ্ছে। পানির দুর্গন্ধে নদের পাড়ের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মাছ চাষি শহিদুল ইসলাম জানান, চান্দাইকোনা থেকে নলকা পর্যন্ত অন্তত ৭০ জন প্রায় ২ হাজার খাঁচায় মাছ চাষ করতেন। কেমিক্যাল বর্জ্যরে কারণে সব খাঁচার মাছ মরে গেছে। ক্ষতিপূরণ না পেলে তাদের পথে বসতে হবে। জাহিদ হাসান নামে একজন জানান, শুধু মাছ নয়, নদে গোসল করায় মানুষ ও গবাদি পশুর নানা রোগ দেখা দিয়েছে। শত শত হাঁস, একটি গরু ও অসংখ্য পাখি মারা গেছে। ভুক্তভোগীরা অবিলম্বে কারখানা দুটির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ ক্ষতিপূরণের দাবি জানান। চকমনোহরপুর গ্রামের ফরিদুল ইসলাম জানান, এ নদে গোসল ও বিষাক্ত পানি পান করায় তার একটি ষাঁড় মারা গেছে। গতকাল দুপুরে ফুলজোড় নদের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন রায়গঞ্জের ইউএনও তৃপ্তি রানী কণা মন্ডল, বগুড়া পরিবেশ অধিদফতরের এ ডি আবদুল গফুর, রায়গঞ্জ প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আজমেরী হাসনাত, ভেটেরিনারি সার্জন আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন কুমার রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে ইউএনও জানান, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা থেকে নলকা ব্রিজ পর্যন্ত ফুলজোড় নদের প্রায় ৩০ কিলোমিটারের পানি দূষিত হয়েছে। এ অংশে জনসাধারণ ও গবাদি পশুকে গোসল না করাতে এমনকি নদের পানি দিয়ে কোনো কাজ না করার জন্য ১০ ইউপি চেয়ারম্যানকে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নদের তীরে লাল পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে গ্রামপুলিশকে।
শিরোনাম
- ৩ দিনের রিমান্ডে ক্যাসিনো সেলিম
- নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে ১১২ টাকার ফিতে চাকরি পেলেন ১৪ জন
- ঢাকায় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজকে সংবর্ধনা দিল বিজিসিসিআই
- অভিনব কায়দায় মদ পাচার, জব্দ করলো বিজিবি
- ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ফেব্রুয়ারির নির্বাচন যেন বিতর্কিত না হয় : বৃহত্তর সুন্নী জোট
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু রাজধানীতে উদ্ধার
- জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
- অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের নিবন্ধন শুরু
- ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত
- ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান
- তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ বাড়ছে
- লালমাটিয়া এলাকায় তীব্র পানির সংকট
- দলগুলোকে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে বলল সরকার
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের, তীব্র যানজট
- আগামী বছরেই পাকিস্তানের নৌবাহিনীতে দেখা যাবে চীনের সাবমেরিন
- সংকটময় মুহূর্তে দেশ, কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর : সিইসি
কারখানার বিষাক্ত কেমিক্যাল নদে মরছে মাছসহ জলজপ্রাণী
আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর