রায়গঞ্জের ফুলজোড় নদে দুটি কারখানার কেমিক্যাল বর্জ্য ফেলায় পানিতে দূষণ দেখা দিয়েছে। অতিমাত্রায় দূষণের ফলে মরছে মাছসহ জলজপ্রাণী। বগুড়ার ছোনকা থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হয়ে নলকা পর্যন্ত ৩০ কিলোমিটারে এ মড়ক দেখা দিয়েছে। নদের এ অংশে ২ হাজারের বেশি খাঁচায় চাষ করা মাছও মারা যাচ্ছে। প্রতিটি খাঁচায় ৩০-৪০ মণ মাছ মারা যাওয়ায় ৭০ জন চাষির ১৪-১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সূত্র জানান, এ নদে গোসল করে তীরবর্তী মানুষের চর্মসহ পানিবাহিত নানা রোগ দেখা দিয়েছে। ক্ষতিপূরণ দাবিতে গতকাল সকালে মাছ চাষি ও এলাকাবাসী ঢাকা-রংপুর মহাসড়কের সাহেবগঞ্জ বাজারে মানববন্ধন করেছেন। এতে বক্তব্য দেন নলকা ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাওছার আহমেদ, মাছ চাষি শহিদুল ইসলাম প্রমুখ। ইউপি চেয়ারম্যান জানান, নদের উজানে বগুড়ার শেরপুর উপজেলার দুটি কারখানার বিষাক্ত বর্জ্য ফুলজোড়ে ফেলায় পানি বিষাক্ত হয়ে তিন দিন ধরে মাছ ও জলজপ্রাণী মারা যাচ্ছে। পানির দুর্গন্ধে নদের পাড়ের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মাছ চাষি শহিদুল ইসলাম জানান, চান্দাইকোনা থেকে নলকা পর্যন্ত অন্তত ৭০ জন প্রায় ২ হাজার খাঁচায় মাছ চাষ করতেন। কেমিক্যাল বর্জ্যরে কারণে সব খাঁচার মাছ মরে গেছে। ক্ষতিপূরণ না পেলে তাদের পথে বসতে হবে। জাহিদ হাসান নামে একজন জানান, শুধু মাছ নয়, নদে গোসল করায় মানুষ ও গবাদি পশুর নানা রোগ দেখা দিয়েছে। শত শত হাঁস, একটি গরু ও অসংখ্য পাখি মারা গেছে। ভুক্তভোগীরা অবিলম্বে কারখানা দুটির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ ক্ষতিপূরণের দাবি জানান। চকমনোহরপুর গ্রামের ফরিদুল ইসলাম জানান, এ নদে গোসল ও বিষাক্ত পানি পান করায় তার একটি ষাঁড় মারা গেছে। গতকাল দুপুরে ফুলজোড় নদের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন রায়গঞ্জের ইউএনও তৃপ্তি রানী কণা মন্ডল, বগুড়া পরিবেশ অধিদফতরের এ ডি আবদুল গফুর, রায়গঞ্জ প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আজমেরী হাসনাত, ভেটেরিনারি সার্জন আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন কুমার রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে ইউএনও জানান, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা থেকে নলকা ব্রিজ পর্যন্ত ফুলজোড় নদের প্রায় ৩০ কিলোমিটারের পানি দূষিত হয়েছে। এ অংশে জনসাধারণ ও গবাদি পশুকে গোসল না করাতে এমনকি নদের পানি দিয়ে কোনো কাজ না করার জন্য ১০ ইউপি চেয়ারম্যানকে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নদের তীরে লাল পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে গ্রামপুলিশকে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা