নারায়ণগঞ্জ শহরের লিংক রোডে চলন্ত সিএনজিতে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে চালক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। ফতুল্লার চাঁনমারি এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। যাত্রী ফিজজুর রহমান জানান, তার বোনজামাই মুন্সীগঞ্জের পরিবেশ কর্মকর্তা সোহেল রানাসহ চারজন চাষাঢ়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় সাইনবোর্ড যাচ্ছিলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলে বিকট শব্দে সিএনজির গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। চালক সুমন জানান, সিএনজির বিদ্যুতের তার শর্ট হয়ে আগুন ধরে।
এ সময় সিলিন্ডারের মুখ থেকে বিকট শব্দে গ্যাস বের হচ্ছিল। সিলিন্ডারের মুখ বন্ধ করার চেষ্টা করলে আগুন বেড়ে যায়। এতে তার হাতের কিছু অংশ দগ্ধ হয়। খানপুর হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, এটি একটি দুর্ঘটনা। ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণ করেছে। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।