মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বসুন্ধরা শুভসংঘের স্কুল উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

উলিপুর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের স্কুল উদ্বোধন করা হয়েছে। সারা দেশে শিক্ষার্থী ঝরে পড়া রোধে ও শিশুশিক্ষার প্রসার ঘটাতে এ উদ্যোগ নিয়েছে বসুন্ধরা গ্রুপ। উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে এ স্কুল চালুর সিদ্ধান্ত নেয় শুভসংঘ। গতকাল দুপুরে দুর্গম চরাঞ্চল বুড়াবুড়ি ইউনিয়নের জলঙ্গারকুটিতে বসুন্ধরা শুভসংঘের এ স্কুল উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন। শুভসংঘের উপজেলা শাখার সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন উপদেষ্টা সাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম করিম, সহসভাপতি আইনুল ইসলাম, বি এম আবদুল ওহাব শাহ্, সাংবাদিক আবদুল মালেক, অভিভাবক হায়দার আলী প্রমুখ। বক্তারা দুর্গম চরাঞ্চলে স্কুল নির্মাণ করায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ বসুন্ধরাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তাঁরা বলেন, বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের পাশে যে কোনো সংকট মুহূর্তে হাত বাড়িয়ে দেয়। এবার ঝরে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তাঁরা।

সর্বশেষ খবর