বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

দুর্বৃত্তের আগুনে পুড়ল আদালতের নথিপত্র

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আদালতের কয়েকটি কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আদালতের নথিপত্র রক্ষিত কক্ষ এবং জিআরও অফিস কক্ষের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ও দুটি কম্পিউটার পুড়ে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে আজমিরীগঞ্জ চৌকি আদালতের নথিসংরক্ষণ কক্ষ ও জিআরও কক্ষে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার সকালের কোনো একসময়ে একদল দুর্বৃত্তরা আদালত এলাকায় প্রবেশ করে জানালা দিয়ে এসব কক্ষে আগুন দেয়।

আদালতের পেশকার ঝলক দাস জানান, রাত কিংবা ভোরের কোনো একসময় দুর্বৃত্তরা আদালত এলাকায় প্রবেশ করে জানালা দিয়ে কক্ষগুলোতে আগুন দেয়। কি পরিমাণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনো সঠিক বলতে পারছি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর