শিরোনাম
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ট্রেনের যাত্রাবিরতি দাবিতে বিক্ষোভ অবরোধ

গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ও ময়মনসিংহগামী সব কমিউটার ট্রেনের যাত্রাবিরতি দাবিতে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেন স্টেশনে আটকে রেখে ঢাকা-ময়মনসিংহ রেলপথ প্রায় দুই ঘণ্টা অবরোধ করেন বিক্ষোভকারীরা। রাজেন্দ্রপুর স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে এলাকাবাসী রাজেন্দ্রপুর স্টেশনে সব লোকাল কমিউটার ট্রেনের যাত্রাবিরতি দাবি জানিয়ে আসছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে লোকজন স্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখেন। বেলা সাড়ে ১২টার দিকে যাত্রী দুর্ভোগ বিবেচনা করে ট্রেনটি চালাতে দেন বিক্ষোভকারীরা। দাবি না মানলে ফের আন্দোলনের আলটিমেটাম দেন। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আজগর শেখ বলেন- রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ। এলাকার বহু মানুষ  বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। এখানে ট্রেন না থামায় তাদের ভোগান্তি পোহাতে হয়।

সর্বশেষ খবর