গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৪ জনের।
এ ছাড়া বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে একই সময়ে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৮ জন রোগী চিকিৎসা সেবা নিতে ভর্তি হয়েছেন বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন।
মারা যাওয়া দুই রোগী হলেন-বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনশি গ্রামের আইয়ুব আলী (৭৫) ও বরগুনার পাথরঘাটা উপজেলার শাহজালাল (৪৫)। উভয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৪ জন। এ ছাড়াও পিরোজপুরে তিনজন, বরগুনায় তিনজন, ভোলায় দুইজন, পটুয়াখালীতে দুইজনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৬ হাজার ৩৮৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৩ জন রোগী।
বিডি প্রতিদিন/এমআই