সংগীত বৈশ্বিক। সংগীতের কোনো দেশ নেই, ভাষা নেই। সমঝদার শ্রোতা সব ধরনের সংগীতের স্বাদ নিতে চান। নবআঙ্গিকের উৎসবগুলোর মধ্যে ‘বেঙ্গল ক্লাসিক্যাল ফেস্ট’ সাড়া ফেলেছে শুরু থেকেই। বলা যায়, এই আয়োজনটির মধ্য দিয়ে পাল্টে গেছে সংগীত উৎসবের চিত্র। নতুন প্রজন্মের কাছে উচ্চাঙ্গ সংগীতের এক ভিন্ন উদাহরণ সৃষ্টি করেছে এই আয়োজনটি। সেই ধারাবাহিকতা থাকছে এবারও। টানা পঞ্চমবারের মতো আজ ঢাকা আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে উচ্চাঙ্গ সংগীত উৎসব। এ বছর এই উৎসব উৎসর্গ করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। উৎসবটি প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে। উৎসবের সমাপ্তি ২৮ নভেম্বর। ১৬৫ জন শিল্পী এবার উৎসবে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী পর্বে স্বনামধন্য নৃত্যশিক্ষক শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের রচনা ও নির্দেশনায় নৃত্যনন্দন দলের প্রায় ৬০ জন শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গান ও ভাঙা গানে মনিপুরী, ভরতনাট্যম, ওডিশি ও কত্থক রীতির রূপায়ণ পরিবেশন করবেন। রবীন্দ্র জীবনচেতনা ও বাঙালিত্বের স্বরূপ-সাধনা উৎসারিত বাঙালির নৃত্যরূপ অনুধাবন ও চর্চায় ব্রতী ‘নৃত্যনন্দন’। নৃত্যশৈলীর নানা ধারা রবীন্দ্রনাথে এসে মিলেছিল যে মোহনায় তার উৎস ও পরম্পরা দিয়ে গাঁথা হয়েছে উদ্বোধনী সন্ধ্যার পরিবেশনা রবি-করোজ্জ্বল নৃত্যমালিকা। এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশ্ববিখ্যাত সরোদিয়া ওস্তাদ আলি আকবর খাঁর পৌত্র ওস্তাদ আশিষ খাঁ। বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের প্রথম দিন পণ্ডিত বিক্রম ঘোষ তাকে তবলায় সংগত করবেন। সেনিয়া মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা ও ভারতীয় রাগ সংগীতের কিংবদন্তি আলাউদ্দিন খাঁর জন্ম বাংলাদেশে। তার পুত্র বিশ্ববিখ্যাত সরোদিয়া ওস্তাদ আলি আকবর খাঁ। উৎসবটিতে বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নিচ্ছেন বেনারস ঘরানার পদ্মবিভূষণ প্রাপ্ত ৮৭ বছর বয়সী প্রবাদপ্রতিম শিল্পী বিদুষী গিরিজা দেবী। প্রবীণতম এই শিল্পী খেয়াল, ঠুমরি ও টপ্পা পরিবেশন করবেন। তবলায় গোপাল মিশ্র সারাঙ্গি মুরাদ আলি খান। জয়পুর আত্রৌলির বিদুষী অশ্বিনী ভিদে ও মেওয়াতি ঘরানার পণ্ডিত সঞ্জীব অভয়ঙ্কর এবার একই মঞ্চে ‘জাসরাঙ্গি’ পরিবেশন করবেন। পণ্ডিত জসরাজ যুগলবন্দীর একটি বিশেষায়িত রূপ ‘জাসরাঙ্গি’ প্রচলন করেন, যেখানে পুরুষ ও নারীকণ্ঠে একই সঙ্গে দুটি ভিন্ন স্তরে রাগ পরিবেশন করা হয়। প্রবীণ শিল্পী গোধকিণ্ডি ও রাতিশ টাগডের বাঁশি ও বেহালায় এবং খ্যাতিমান পণ্ডিত যোগেশ শামসী ও পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় তবলায় যুগলবন্দী করবেন। এবারের উৎসবে প্রথম দিনের শেষ শিল্পী পদ্মভূষণ ড. এল সুব্রামিয়াম। পশ্চিমা ও কর্ণাটকি ঢংয়ে সমান পারদর্শিতার সঙ্গে বেহালা বাজিয়ে থাকেন তিনি। গ্র্যামি নমিনেশন পাওয়া স্বনামধন্য এই শিল্পী বিশ্বের নামিদামি সব কম্পোজার ও কন্ডাকটরের সঙ্গে বাজিয়েছেন। তাকে তবলায় সংগত করবেন তন্ময় বসু।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
আজ রাতভর উচ্চাঙ্গ সংগীত উৎসব
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর