বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা

সুচন্দার শেষ ইচ্ছা...

শোবিজ প্রতিবেদক

সুচন্দার শেষ ইচ্ছা...

দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্রকার কোহিনূর আক্তার সুচন্দা এখন ভালো আছেন। তিনি বলেন, আমি আমার জীবদ্দশায় প্রয়াত জহির রায়হানের বিখ্যাত উপন্যাস ‘বরফ গলা নদী’র চলচ্চিত্রায়ণ করে যেতে চাই। তাঁর কথায় দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রের দুর্দিন চলছে। আমার বিশ্বাস কোনো দুঃসময় বেশি দিন স্থায়ী হয় না। সবার আন্তরিক প্রচেষ্টায় চলচ্চিত্রের সুদিন আবার ফিরবে। আর সমৃদ্ধ কাজের মাধ্যমেই এই সুদিন ফেরানো সম্ভব। চলচ্চিত্রের এই কিংবদন্তি দুঃখ প্রকাশ করে বলেন, আমার নির্মিত ‘হাজার বছর ধরে’ ছবিটি কে বা কারা আমার অনুমতি ছাড়াই ইউটিউবে বিক্রি করে দিয়েছে। ইউটিউবে ছবিটির নির্মাতা হিসেবে আমার নামটা পর্যন্ত হাইলাইট করা হয়নি। যাঁরা এই অবৈধ কাজটি করেছে তাঁদের কোনোভাবেই ছাড় দেব না। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। সুচন্দা বলেন, করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী হয়ে আছি। এ অবস্থায় ঘরের নানা কাজ আর নামাজ-রোজা পালন করি ও প্রকৃতির কাছে যাই। ছোটবেলা থেকে প্রকৃতি আমাকে খুব কাছে ডাকে। ফুল, পাখি, আকাশ, চাঁদ দেখে মুগ্ধতায় ভাসি। ছেলে, মেয়ে, নাতি-নাতনিদের জানালার ফাঁক গলিয়ে চাঁদ দেখাই। এতে ওরা এই ভেবে খুশি হয় যে, ‘আমি খুব ভালো আছি’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর