বলিউড নায়িকা দিশা পটানি। সম্প্রতি তার একটি ছবি প্রকাশ হতেই শুরু হয়েছে হইচই। দিশা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, সেই ছবি দেখে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। দিশা ছবিটি তুলেছেন স্নানঘরে। পরনে অ্যানিমাল প্রিন্টেড অন্তর্বাস। সেই ছবিতে দিশার নিতম্বে স্পষ্ট স্ট্রেচ মার্ক। সমাজমাধ্যমে অভিনেতা-অভিনেত্রীরা যে ছবি শেয়ার করেন অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো এডিট করা থাকে। ত্বকে, মুখে জেল্লা দেখাতেই ব্যস্ত তারা। অভিনেত্রীদের নিখুঁত শরীর দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে এত নিখুঁত রূপ কি আদৌ আছে তাদের, না কি সবটাই ফটোশপের কারসাজি? দিশা কিন্তু নিজের স্ট্রেচ মার্ক লুকিয়ে রাখেননি। ছবিতে কোনো ফিল্টার ব্যবহার করেননি তিনি।