শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ওয়েবে বলিউড স্টারদের দাপট

শোবিজ ডেস্ক

ওয়েবে বলিউড স্টারদের দাপট

ওটিটি প্ল্যাটফরম দর্শক রুচি ও চাহিদার আলোকে নিত্য নতুন বিষয় ও ভাবনার ওয়েব সিরিজ নিয়ে আসছে। যেখানে গল্পের নতুনত্ব, শিল্পীদের সাহসী খোলামেলা পারফরম্যান্স,  আধুনিক চিন্তা-চেতনার প্রকাশ সবাইকে খুব সহজেই আকৃষ্ট এবং আলোড়িত করছে। তাই বলিউডের অনেক জনপ্রিয় তারকা ওয়েব সিরিজে যুক্ত হচ্ছেন। সেসব নিয়ে আজকের প্রতিবেদন-

 

বলিউডে দীর্ঘসময় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন লাস্যময়ী মাধুরী দীক্ষিত। মাধুরীর মুখের কোটি টাকা দামের হাসি দর্শক মনে অনাবিল প্রশান্তি ছড়িয়ে দিত। বিয়ের পর ঘরসংসার নিয়ে ব্যস্ত হওয়ায় তিনি অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে এনেছেন ক্রমেই। আজকাল বড় পর্দায় তাকে দেখা যায় না বলা চলে। তবে ‘কলঙ্ক’, ‘টোটাল ধামাল’ ও ‘মাজা মা’ ছবিতে মাধুরীকে দেখা গেছে। ৫৫ বছর বয়সী এক সময়ের এই সুপারস্টার বলিউড অভিনেত্রী অনেক দিন পর অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। নাহ, বড় পর্দার জন্য কোনো নতুন সিনেমায় কাজ করছেন না মাধুরী। নেনে নেটফ্লিক্সের জন্য করেছেন করণ জোহর প্রযোজিত ওয়েব সিরিজ ‘ফাইন্ডিং অনামিকা’, অনামিকা আনন্দের ‘দ্য ফেম গেম’। বলিউডের এক সময়ের ডাকসাইটে এই অভিনেত্রী অন্য আরও তারকার মতো শেষ পর্যন্ত ওয়েব সিরিজের অঙ্গনে পদচারণা শুরু করেছেন। বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও নেটফ্লিক্সের জন্য নির্মিত দুটি সিনেমার প্রধান ভূমিকায় কাজ করেছেন। এর মধ্যে একটি হলো ‘দ্য হোয়াইট টাইগার’, অপরটি হলো ‘উই ক্যান বি হিরোজ’। এ ছাড়াও প্রিয়াঙ্কা আমাজন প্রাইম ভিডিওর থ্রিলার ওয়েব সিরিজ ‘সিটাডেল’ এ অভিনয় করছেন। প্রাইম ভিডিওর জন্য নির্মিত হলিউড সিনেমা ‘ইভিল আই’ প্রযোজনা করেছেন তিনি। বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন দীর্ঘদিন ধরে বলিউড সিনেমায় কাজ করছেন না। তবে তাকে ডিজনি হটস্টারের ক্রাইম ড্রামা ওয়েব সিরিজ ‘আরিয়া’তে নাম ভূমিকায় দেখা যায়। যেখানে তার সঙ্গে আরেক বলিউড অভিনেতা চন্দ্রচুড় সিংকেও দেখা গেছে। ৯ পর্বের প্রথম সিজনের ব্যাপক সাফল্যের পর এবার আসছে ‘আরিয়া’র দ্বিতীয় সিজন। সেখানেও সুস্মিতা প্রধান ভূমিকায় থাকছেন। নেটফ্লিক্সে মুক্তি পায় ব্লাকডায়মন্ড কাজল অভিনীত নারীকেন্দ্রিক ছবি ‘ত্রিভঙ্গ’। এ ছবিতে মা ও মেয়ের জীবনের নাটকীয় গল্প তুলে ধরার মাধ্যমে সমাজে নারীর অবস্থান ও মর্যাদার যথার্থ চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ‘ত্রিভঙ্গ’ ছবিতে কাজল অসাধারণ অভিনয়ের চমক দেখিয়েছেন। এ ছাড়াও লাস্ট স্টোরি ২, দ্য গুড ওয়াইফ সিরিজও করেছেন। কারিশমা কাপুরকে ওয়েব সিরিজ ‘মেন্টালহুড’ এ প্রধান ভূমিকায় দেখা গেছে। ‘মেন্টালহুড’ এর পর তিনি ‘ব্রাউন’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। রাভিনা ট্যান্ডন নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘আরণ্যক’ এ একজন নারী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। সোনাক্ষি সিনহা করেছেন ‘ম্যাইট্রা ফ্যাশন সুপারস্টার’, ‘ডাহাড’, ‘বুলবুল তরঙ্গ’। সঞ্জয় লীলা বানসালির পিরিয়ড ড্রামা ওয়েব সিরিজ ‘হিরা মানডি’তে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে সোনাক্ষি সিনহা অভিনয় করেছেন। এটিতে মনীষা কৈরালাও অভিনয় করেছেন। সাবেক বিশ্বসুন্দরী লারা দত্ত ডিজনি হটস্টারের অ্যাকশন কমেডি ওয়েব সিরিজ ‘হানড্রেড’ এ অন্যতম প্রধান চরিত্রে দেখা গেছে। লারা দত্ত এখানে জেমস বন্ড-এর মতো হতে চাওয়া এক উচ্চাভিলাসী এসিপির ভূমিকায় মজার অভিনয় করেছেন। আরও করেছেন ‘কৌন বানেগী শিক্ষার্থী’। রাধিকা আপ্টে ‘সেক্রেড গেমস’ এর এজেন্ট চরিত্রে অভিনয়ের জন্য নিয়েছেন ৪ কোটি রুপি। ভারতের দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু সিনেমা, ওটিটি সবখানেই আলোচিত। ‘দ্য ফ্যামিলি ম্যানে’র দ্বিতীয় সিজনের জন্য ৪ কোটি রুপি নেন তিনি। এর আগে নেটফ্লিক্সে মুক্তি পায় পূজা ভাট অভিনীত ওয়েব সিরিজ ‘বোম্বে বেগমস’। এর মাধ্যমে পূজা আবার নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন দর্শক হৃদয়ে। মিস এশিয়া প্যাসিফিক সুন্দরীর খেতাব বিজয়ী দিয়া মির্জাকে সিনেমায় তেমন দেখা যায় না। দিয়া মির্জাকে জি ফাইভ-এর ওয়েব সিরিজ ‘কাফির’-এ দেখা গেছে। এরপর করেছেন ‘মাইন্ড দ্য মালহোত্রা’স ও ‘কল মাই এজেন্ট : বলিউড’। অভিনেত্রী স্বরা ভাস্কর ওয়েব সিরিজ ‘ভাগ বিনি ভাগ’, ‘ইটস নট দ্যাট সিম্পল,’ ‘হ্যালো মিনি,’ ‘রাসভারি’, ‘ফ্লেশ’ প্রভৃতি করেছেন। শেফালি শাহ বলিউডে অভিনয় করছেন ১৯৯৫ সাল থেকে। নেটফ্লিক্সের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘দিল্লি ক্রাইম’ এ একজন চৌকস নারী পুলিশ কমিশনার ভাটিকা চতুর্বেদির ভূমিকায় দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে তাকে। দ্বিতীয় সিজন আসছে। এরমধ্যে করেছেন ডিজনি-হটস্টারের ‘হুম্যান’। বলিউড অভিনেতাদের মধ্যে অনেকেই ওয়েব সিরিজে অভিনয়ের সুবাদে আলোড়ন তুলেছেন। ববি দেওল করেছেন ওয়েব সিরিজ ‘আশ্রম’, ‘ক্লাস অব এইট্টি থ্রি’, অভিষেক বচ্চনের অভিনীত ক্রাইম ড্রামা থ্রিলার ওয়েব সিরিজ ‘ব্রিদ : ইনটু দ্য শ্যাডোজ’, সাইফ আলি খান নেটফ্লিক্সের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘সেকরেড গেমস’, ‘তান্ডব’, অজয় দেবগন করেছেন ‘রুদ্র : দ্য এইজ অব ডার্কনেস’, নওয়াজউদ্দিন সিদ্দিকী করেছেন ‘সেকরেড গেমস’, ‘রাত আকেলি হ্যায়’, ‘সিরিয়াস ম্যান’, ‘ঘুমকেতু’, ইমরান হাশমির অভিনীত সিরিজ ‘বার্ড অব ব্লাড’, আরশাদ ওয়ারসি করেছেন সাইকোলজিক্যাল ক্রাইম ড্রামা ওয়েব সিরিজ ‘অসুর’, মনোজ বাজপেয়িকে দেখা গেছে ‘দ্য ফ্যামিলি ম্যান’তে, জিমি শেরগিল করেছেন ওয়েব সিরিজ ‘ইয়্যর অনার’, পঙ্কজ ত্রিপাঠি মুগ্ধ করেছেন সিরিজ ‘মির্জাপুর’ দিয়ে।  সঞ্জয় লীলা বানসালির পিরিয়ড ড্রামা ওয়েব সিরিজ ‘হিরা মানডি’তে কার্তিক আরিয়ান রয়েছেন। তিনি ‘ধামাকা’তেও রয়েছেন। জনপ্রিয় বলিউড অভিনেতা শহিদ কাপুর বর্তমানে আমাজন প্রাইম ভিডিওর জন্য নির্মিত ড্রামা থ্রিলারে কাজ করছেন।  এখানে মূল ভূমিকায় তাকে দেখা যাবে।

সর্বশেষ খবর