খুব সেজেগুজে হেমা মালিনির ছোট মেয়ে আহানার বিয়েতে গিয়েছিলেন রণবীর সিং ও দীপিকা পাডুকন। বিয়ে বাড়ির ভিড়ের মাঝেই জমিয়ে প্রেম করছিলেন দু’জনে। প্রায় পাত্তা দিচ্ছিলেন না কাউকেই। ঠিক এমনি সময়ই কোথা থেকে এক ফোটোগ্রাফার হাজির।
ক্যামেরা দিয় যেই না ক্লিক করলেন, অমনি রণবীর ক্ষিপ্ত হয়ে তেড়ে গেলেন ক্যামেরাম্যানের কাছে। শুধু ক্যামেরা নিয়ে ছবি ডিলিট করেই ক্ষান্ত হলেন না, কষিয়ে থাপ্পড়ও মারলেন ক্যামেরাম্যানকে।
এসময় রণবীরের পাশেই দাঁড়িয়ে ছিলেন দীপিকা। কিন্তু তিনি নাকি রণবীরকে একটিবারের জন্যও আটকানোর চেষ্টা করেননি, বরং বার বার বলে গিয়েছেন ছবি তোলার কথা।
সবাইকে রণবীর-দীপিকা বলে বেরাচ্ছিলেন দু’জনে নাকি শুধুই বন্ধু। তবে এই ঘটনার পর অনেকেই আন্দাজ করতে পারছেন তাদের বন্ধুত্বে ঘনত্ব কতটুকু।