শিরোনাম
২৭ মে, ২০২২ ২০:২৮

ডেল্টাপ্ল্যান বাস্তবায়নে আগামী প্রজন্ম একটি উন্নত দেশে পাবে : স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডেল্টাপ্ল্যান বাস্তবায়নে আগামী প্রজন্ম একটি উন্নত দেশে পাবে : স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ হলো একটি ব-দ্বীপ, যেখানে অসংখ্য নদী, নিচু জমি ও জলাভূমি রয়েছে। আর এটিকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আমাদের আগামী প্রজন্ম সুন্দরভাবে বসবাস করতে পারে। তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টাপ্ল্যান-২১০০ পরিকল্পনা নিয়েছেন।’

আজ শুক্রবার রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ আন্তর্জাতিক সম্মেলন : সমস্যা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সরকারের ডেল্টা মহাপরিকল্পনা শুধু কাগজেকলমে সীমাবদ্ধ নেই এবং থাকবেও না। বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ ও একটি আত্মমর্যাদাশীল জাতিতে লুপান্তরিত করাই ডেল্টাপ্ল্যানের মূল লক্ষ্য।’ 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী পরিকল্পনায় আমরা এগিয়ে যাচ্ছি। ডেল্টাপ্ল্যান বাস্তবায়নের ফলে আগামী প্রজন্ম একটি উন্নত দেশে পাবে। এই দেশ টেকসই হবে।’ 

মন্ত্রী বলেন, ‘নেদারল্যান্ডসের ব-দ্বীপ পরিকল্পনার আলোকে সেদেশের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনাটি প্রণীত হয়েছে। ডেল্টা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের উন্নয়ন সহযোগীদের সহায়তা প্রয়োজন।’ এসময় তিনি বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকাসহ উন্নয়ন সহযোগী দেশ ও প্রতিষ্ঠানকে পাশে থাকার আহ্বান জানান।

পঞ্চবার্ষিক পরিকল্পনা, এসডিজি-২০৩০, ভিশন-২০৪১সহ নানা মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকার দেশ পরিচালনা করছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘এসব পরিকল্পনা ডেল্টাপ্ল্যান-২১০০ এর অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য। এই পরিকল্পনার দর্শন বাস্তবায়িত হলে বাংলাদেশ অবশ্যই বিশ্বের বুকে গর্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।’

পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এ ছাড়া পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এবং দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর