শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশের মাটি ও জমি কমেছে, মানুষ দ্বিগুণের বেশি হয়েছে। সে অনুযায়ী শতভাগ উৎপাদনও করতে পারছি। সরকারের উন্নয়ন ও ব্যাপক পরিবর্তনের দূরদর্শিতায় এখন আর প্রত্যন্ত অঞ্চল বলতে কিছু নেই।’
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শাহাবুদ্দীন মিলনায়তনে ‘বাংলাদেশের প্রাণিসম্পদ খাত : সমস্যা ও সম্ভাবনা বিষয়ক’ বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
এসময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশীদ, সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মনোরঞ্জন ধর, চিফ টেকনিক্যাল করডিনেটর ডা. গোলাম রব্বানী, গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, ময়মনসিংহ প্রেসক্লাব সম্পাদক অমিত রায়সহ প্রমুখ। কর্মশালার আয়োজক ছিলেন পরিপ্রেক্ষিত’র নির্বাহী পরিচালক ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ বোরহান কবির।
বিডি প্রতিদিন/এএম