রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াতের জন্য ভরসা রিকশা বা অটোরিকশা। এই দুই যানবাহনে ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডায় জড়ান চালকেরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেধে দেয়া ভাড়াও মানেন না তারা।
তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে প্রথমবারের মতো রাইড শেয়ারিং সেবা চালু হয়েছে। ব্যক্তি উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগের ২০১৫-২৬ সেশনের শিক্ষার্থী মাসুদ পারভেজ এ শেয়ারিং সেবা চালু করেন। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেবা চালু থাকবে।
উদ্যোক্তা মাসুদ পারভেজ জানান, রাইড শুরুর ৫ মিনিট আগে ফোন বা এসএমএস এর মাধ্যমে ক্যাম্পাসে নিজের অবস্থান জানাতে হবে। তারপর ৫ মিনিটের মাথায় রাইড চলে যাবে আপনার লোকেশনে এবং পোঁছে দেবে নিজ গন্তব্যে। ক্যাম্পাসের অভ্যন্তরে যে কোনো স্থানে যেতে আপনাকে মাত্র ১০ টাকা রাইড চার্জ পরিশোধ করতে হবে।
তিনি বলেন, “পড়াশোনার পাশাপাশি কিছু করার ইচ্ছা আমার দীর্ঘদিনের। সে চিন্তা থেকে উবার, পাঠাওয়ের ধারণা আমি কাজে লাগাই। এতে আমার যেমন আর্থিক সুবিধা হবে অপর দিকে সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীরা নিরাপদ ও আরামদায়ক যাতায়েত করতে পারবে।”
তিনি আরও বলেন, “আমি যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আশানুরূপ সাড়া পাই তাহলে এ সেবাকে আমি অ্যাপের আওতায় নিয়ে আসবো এবং রাইডের জন্য মোটরসাইকেলও বৃদ্ধি করবো। ছাত্রীদের জন্যও থাকবে ছাত্রী নিয়ন্ত্রিত চালক। যাতে করে ছাত্রীদেরও এ সেবার আওতায় নিয়ে আশা যায় আমি সে চেষ্টা করবো।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর