শহীদী মার্চ কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা সাম্যের রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার স্বৈরাচার মুক্তির একমাস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এই কর্মসূচিতে একথা বলেন তারা।
শিক্ষার্থীরা বলেন, বিগত সময়ে রাজনৈতিকভাবে যত ফ্যাসিবাদের জন্ম হয়েছে, চব্বিশ পরবর্তী এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবে না। যদি কোন ফ্যাসিস্ট মাথা চাড়া দেয়ার চেষ্টা করে, তবে ছাত্র-জনতার প্রবল আঘাতে সেটা প্রতিহত করবে। সাম্যের রাষ্ট্র গড়ে না উঠা পর্যন্ত ছাত্র-জনতার এই আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলনকে পুঁজি করে কারো ব্যক্তিস্বার্থ হাসিল করতে দেয়া হবে না। রক্তের উপর দাড়িয়ে এই আন্দোলন গড়ে উঠেছে। রক্তের দাগ এখনো শুকায়নি। এই ছাত্রজনতা কেবল সাম্য ও ন্যায়ের জন্য লড়বে। এই লড়াই জারি রাখতে নৈতিক মানদণ্ডে নিজেকে গড়তে হবে।
শহীদী মার্চে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেশকাত চৌধুরী, সালাউদ্দিন আম্মার, রাশেদ রাজন প্রমুখ।
সমাবেশ বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার্থীসহ নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারের অধিক শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/আরাফাত