ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইন্সটিটিউটের শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইন্সটিটিউটের অধ্যাপক ও পরিচালক সাঈদুর রহমানকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৯ আগস্টের আবেদন এবং ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বরের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আনিত অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে কর্তৃপক্ষের আদেশক্রমে ৫ সেপ্টেম্বর হতে আধুনিক ভাষা ইন্সটিটিউটের অধ্যাপক ও পরিচালক সাইদুর রহমানকে ইন্সটিটিউটের সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা হলো।
এছাড়া আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক ভাষা ইনিস্টিউটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ইন্সটিটিউটের অধ্যাপক মোহাম্মদ আবছার কামালকে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ