চট্টগ্রাম করোনাভাইরাসের প্রকোপের এই সময়ে সরকার প্রদত্ত ত্রাণ সামগ্রী বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটার আইডি কার্ড না থাকার অজুহাতে কোনো অসহায়, ভাসমান গরীব ও দুস্থ ব্যক্তিদের ত্রাণ প্রদান থেকে বাদ দেওয়া যাবে না। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এমন নির্দেশনা দিয়েছেন। তাছাড়া চট্টগ্রাম মহানগর, পৌরসভা এবং উপজেলায় ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগর এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আবু হাসান সিদ্দিককে প্রধান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ও সিটি কর্পোরেশনের সহকারি সচিব নজরুল ইসলামকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। উপজেলা এলাকা মনিটিরিং করতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনকে প্রধান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান ও গালিব চৌধুরীকে সদস্য করে কমিটি গঠন করা হয়। পৌরসভা এলাকা মনিটরিং করতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এজেডএম শরীফ হোসেনকে প্রধান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক উর রহমান ও ওমর ফারুককে সদস্য করে কমিটি গঠন করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ‘বর্তমান দুর্যোগকালীন সময়ে নগর, উপজেলা ও পৌরসভায় নিন্ম আয়ের মানুষ যেমন- বস্তিবাসী, বেকার শ্রমিক, চা শ্রমিক রেস্টুরেন্ট শ্রমিক, মটর যান শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, চা দোকনদার, দিন মজুর ভবঘুরে, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, স্বামী পরিত্যাক্তা-বিধবা নারী, রিক্সা-ভ্যান চালক, ভিক্ষুক, বেদে, হিজড়া সম্প্রদায় ও পথ শিশুদেরকে প্রয়োজন অনুযায়ী ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণ বিতরণে যাতে কোনো উপকারভোগী বাদ না পড়েন, সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষভাবে ভোটার আইডি কার্ড না থাকার অজুহাতে যেন কোনো অসহায় ভাসমান গরীব ও দুস্থ ব্যক্তি ত্রাণ থেকে বাদ না পড়েন, বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল