মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ২১ আগস্ট তৎকালীন সরকারের সরাসরি অংশগ্রহণে ও বেগম খালেদা জিয়ার পরিবারের অংশগ্রহণে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। ১৭ আগস্ট সারাদেশে একযোগ বোমা হামলা করা হয়েছিল। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারাই ২১ আগস্টে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল।
রবিবার পিরোজপুরের স্বরূপকাঠি বাসস্ট্যান্ড সংলগ্ন জগৎপট্টি এলাকায় জেলা পরিষদের বাস্তবায়নে ৩ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট ডাক বাংলো নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বৈশ্বিক মহামারী করোনার কারণে যখন বিশ্বের সর্বত্রই উন্নয়ন কার্যক্রম স্থবির। তখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন কার্যক্রম করে যাচ্ছেন। দেশের এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধী ও ১৫, ২১ এবং ১৭ আগস্টের খুনিরা নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত।
জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখে বিশেষ অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এসএম ফুয়াদ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন