উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম।
আজ বুধবার দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, আমি আশা করবো, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যেন জনগণের নিকট থেকে বিচ্ছিন্ন না হয়। এত উন্নয়ন, উন্নতির পরও জনগণের কাছাকাছি থাকতে হবে দলকে। দলের সাথে জনগণের দূরত্ব যেন না বাড়ে এটা আমার আহ্বান থাকবে। দল থেকে নেতা বা কর্মীদের প্রতি যেন বিতৃষ্ণা না বাড়ে। সমর্থকরা যেন তাদের আস্থা- বিশ্বাসে থাকে। তানা হলে রাজনৈতিক দল নেত্রী বা নেতাকে রক্ষা করতে পারবে না।
এর পূর্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পরে এই প্রথম তিনি তার জন্মস্থান মতলবে এসেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা