নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘১৫ আগস্টের পর এ দেশে জিয়া, এরশাদ, খালেদা জিয়া কত কী করেছে। স্বাধীনতা বিরোধীদের ঠাঁই দেওয়া হয়েছে। গোলাম আজমকে দেশে নিয়ে আসা হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছে। সংবিধানকেও বাতিল করার চেষ্টা করেছিলো জিয়াউর রহমান। কিন্তু ভয় পায়। পারেনি। হত্যাকারীদের সাংবিধানিকভাবে জায়েজ করা হয়েছে। কী করা হয়নি। তারা আজ গণতন্ত্রের কথা বলে, তারা আজ সুশাসনের কথা বলে। যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসন করেছে, পুরস্কৃত করেছে সেই মির্জা ফখরুলরা এখন গণতন্ত্রের কথা বলে। যারা অসাম্প্রদায়িক বাংলাদেশকে হত্যা করতে চেয়েছে তারা বলতেছে সব ধর্মের নিশ্চিয়তা আমরা দেব।’
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি এই শোক সভার আয়োজন করে।
বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রসঙ্গে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বাংলাদেশের মানুষের বুকে ছিলো বলেই আজ দেশ শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করছি। বঙ্গবন্ধুর এই বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে হবে। যেটা ফিদেল কাস্ত্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি; আমার হিমালয় দেখা হয়ে গেছে। বঙ্গবন্ধু ছিলেন হিমালয়সম মহা-মানব। বাংলাদেশকে সেই উচ্চতায় নিয়ে যেতে হবে। সেই উচ্চতায় নিয়ে যাওয়ার একমাত্র পথ এবং নেতৃত্ব হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর রক্ত কোনোদিন বেঈমানি করেনি করবে না। যে রক্ত কোনো সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা নত করেনি, করবেও না। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় আছি, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় আছি, এত ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আজ আমাদের শপথ নিতে হবে শেখ হাসিনার নেতৃত্বে যে পথ সেই পথেই আমাদের এগিয়ে যেতে হবে। তার নেতৃত্বের প্রতি আস্থা, বিশ্বাস এবং আনুগত্য সব আছে। সেটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। কারণ তিনিই আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বল্প উন্নত দেশ থেকে মধ্য আয়ের বাংলাদেশ গঠন করেছেন। তিনিই বাংলাদেশকে স্মার্ট এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলেছেন।’
সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মেজর (অব.) রেজাউল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, সচেতন নাগরিক কিমিটির ফজলে আলী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন