রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
অস্ট্রেলিয়ান ওপেন

নতুন রানী কেনিন

ক্রীড়া ডেস্ক

নতুন রানী কেনিন

মেয়েটার যে গ্র্যান্ডস্লাম জয়ের কোনো পূর্ব-অভিজ্ঞতা নেই, তা বেশ বুঝা যাচ্ছিল। গারবিন মুগুরুজার বিপক্ষে ম্যাচ পয়েন্টটা জিতেও কেমন বিমূঢ় হয়ে রইলেন সোফিয়া কেনিন। অথচ ক্যারিয়ারে প্রথমবারের মতো জয় করেছেন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট। ২১ বছরের এই মার্কিন তরুণী অনেকটা সময় ঘোরের মধ্যে কাটিয়ে দিলেন। তারপর ছুটে গেলেন গ্যালারিতে থাকা আপনজনদের কাছে। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হলেন সোফিয়া কেনিন। তার অতীত অভিজ্ঞতা গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে চতুর্থ রাউন্ড খেলা পর্যন্তই ছিল। এক লাফে তিনি ট্রফিটাই স্পর্শ করলেন। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের ফাইনালে স্পেনের গারবিন মুগুরুজাকে ৪-৬, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন সোফিয়া। সোফিয়া কেনিনের জন্মের সময়টা খুব কঠিন ছিল তার বাবা-মার জন্য। সাবেক সোভিয়েত ইউনিয়নে বাসিন্দা ছিলেন সোফিয়ার বাবা-মা। এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা। কিন্তু সোফিয়ার জন্মের সময় আবার ফিরে আসেন তারা রাশিয়ায়। সে সময় অর্থ কষ্টে সোফিয়ার দেখাশুনা করাটাই কঠিন হয়ে পড়েছিল তাদের জন্য। কিন্তু বাবা-মার সেসব কষ্টের দিনগুলোকে বহু পেছনে ফেলে এসেছেন রাশিয়ান বংশোদ্ভূত এই মার্কিন তরুণী। ২১ বছর বয়সী সোফিয়া কেনিন প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেলেন। এর আগে তিনি কেবল তিনটা ডব্লিউটিএ টুর্নামেন্ট জিতেছেন। গত বছর অস্ট্রেলিয়ায় হোবার্ট ইন্টারন্যাশনাল, স্পেনে মায়োর্কা ওপেন এবং চীনে গুয়াংজু ওপেন জয়ের পর এবার গ্র্যান্ডস্লাম জয়ের গৌরব অর্জন করলেন সোফিয়া।

অস্ট্রেলিয়ান ওপেন জিতে ৪১ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পেয়েছেন তিনি।

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জিতে সোফিয়া কেনিন বলেছেন, ‘অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। যদি আপনারও কোনো স্বপ্ন থাকে তবে তার পিছনে ছুটতে থাকুন। একদিন তা পূরণ হবে।’ পাশাপাশি কেনিন বলেন, ‘গত দুটি সপ্তাহ আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে। অস্ট্রেলিয়ান ওপেন জিতে একটা রেকর্ড গড়েছেন সোফিয়া। ২০০৮ সালে মারিয়া শারাপোভা ২০ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছিলেন। শারাপোভার পর সোফিয়াই সবচেয়ে কম বয়সী হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন। অবশ্য অস্ট্রেলিয়ান ওপেনে সবচেয়ে কম বয়সী হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব মার্টিনা হিঙ্গিসের। তিনি ১৯৯৭ সালে মাত্র ১৬ বছর ৪ মাস বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর