বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রেকর্ডবুকে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

রেকর্ডবুকে বসুন্ধরা কিংস

ঘরোয়া ফুটবলের বয়স ৭৫ ছুঁই ছুঁই করছে। অথচ নতুন দল হিসেবে বসুন্ধরা কিংস মাত্র তিনে পা দিয়েছে। যদিও ২০১৭ সালে দলটি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে। সর্বোচ্চ আসরে আগমনের পর থেকেই তো তাদের সাফল্য ও ব্যর্থতার হিসাব ধরা হবে। ২০১৮-১৯ মৌসুমে পেশাদার লিগে বসুন্ধরা কিংসের যাত্রা। এই অল্প সময়ের মধ্যে কিংস যা অর্জন করেছে তা অন্য ক্লাব পারেনি। প্রশ্ন উঠতে পারে ফুটবলে আবাহনী ও মোহামেডান এত শিরোপা জেতার পরও তাদের কোনো অর্জন নেই? শিরোপা জিতেছে ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া, বিজেএমসি, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, শেখ জামাল ও শেখ রাসেল। ৪০ বা ৫০ দশকে আজাদ বা অন্য ক্লাবও লিগ ছাড়াও বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। অথচ বিরল রেকর্ডের কৃতিত্ব শুধু কিংসেরই।

আবাহনী তো লিগের প্রথম হ্যাটট্রিক শিরোপা জেতা দল। অপরাজিত হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে মোহামেডান আবার গড়েছে নতুন রেকর্ড। ফেডারেশন কাপেও দুই দল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। ওয়ান্ডারার্স তো আরও বড় রেকর্ড গড়েছে। টানা চারবার লিগ চ্যাম্পিয়নের কৃতিত্ব তাদেরই। শেখ রাসেল ক্রীড়া চক্র এক মৌসুমে ফুটবলে তিন ট্রফি জেতে। এই রেকর্ড  আবার মোহামেডানেরও আছে।

তাহলে বসুন্ধরা কিংসের নতুন রেকর্ডটি কি? বসুন্ধরায় প্রথম দল যারা প্রথম শ্রেণির ফুটবল অভিষেকেই লিগসহ স্বাধীনতাকাপে চ্যাম্পিয়ন হয়েছে। এবার ফেডারেশন কাপ ও পেশাদার লিগ জিতে রেকর্ড বুকে নতুন অর্জনের নাম লিখল। ৭৪ বছর ফুটবল ইতিহাসে দ্বিতীয় কোনো দল নেই যে অভিষেকের পর টানা দুবার লিগ জিতেছে। বাংলাদেশের ফুটবলে এ এক অনন্য রেকর্ড। শুধু কী তাই, আরেক রেকর্ডে রীতিমতো বাজিমাত করেছে কিংস। তিন বছরের ক্যারিয়ারে ফুটবলে তারা পাঁচ ট্রফি ঘরে তুলেছে। ২ লিগ ২ ফেডারেশন কাপ ও ১ স্বাধীনতা কাপে।

এক সময় ভিক্টোরিয়া-ওয়ান্ডারার্সের দাপট ছিল তুঙ্গে। এরপর মোহামেডান-আবাহনী। এখন কি সে অবস্থা আছে। শুরুর তিন বছরেই যারা পাঁচ ট্রফি জিতেছে সেই কিংসকে ফুটবল কিং না বলে উপায় কী আছে? দুর্ভাগ্য বলতে হয় তাদের। এবার স্বাধীনতা কাপ হলে হয়তো এক মৌসুমে ফুটবলে তিন ট্রফি জেতার রেকর্ডটা স্পর্শ করে ফেলতো। যাক সামনে নতুন এক ইতিহাস ডাকছে কিংসকে। সামনে লিগ জিতলে সব চেয়ে কম সময়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে। এখন সেই রেকর্ডের অপেক্ষায় বসুন্ধরা কিংস।

সর্বশেষ খবর