শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা কিংস-শেখ জামাল মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

এক মাসের বেশি সময় ধরে পেশাদার ফুটবল লিগ বন্ধ ছিল। আজ থেকে আবার তা মাঠে ফিরছে। তবে যে ম্যাচগুলো বাকি আছে তা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু নয়। বসুন্ধরা কিংস যেমন টানা চারবারের শিরোপা নিশ্চিত করেছে, তেমনিভাবে ঢাকা আবাহনীও রানার্সআপ হয়েছে। আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিংস অ্যারিনায় শেখ রাসেল ক্রীড়াচক্র লড়বে ফর্টিসের বিপক্ষে। অন্যদিকে ফেডারেশন কাপজয়ী ঢাকা মোহামেডান নিজ ভেন্যু ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজমপুর উত্তরার বিপক্ষে খেলবে।

১৮ ম্যাচে কিংসের সংগ্রহ ৪৯ পয়েন্ট। সমান ম্যাচে ঢাকা আবাহনীর সংগ্রহ ৩৭। পুলিশ ২৯ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে ঢাকা মোহামেডান ও শেখ রাসেল ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করলেও গোল পার্থক্যে তারা পিছিয়ে আছে।

সর্বশেষ খবর