২৫ সেপ্টেম্বর, ২০২১ ২০:০৯

এবার পুরো শক্তি নিয়ে মাঠে নামবে ব্রাজিল

অনলাইন ডেস্ক

এবার পুরো শক্তি নিয়ে মাঠে নামবে ব্রাজিল

বিশ্বকাপ বাছাই পর্ব দক্ষিণ আমেরিকা অঞ্চলে আবারও মাঠে গড়াতে যাচ্ছে। আগামী মাসে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল। এরই মধ্যে ২৫ সদস্যের এই স্কোয়াডে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলা সেই ৮ ফুটবলারকে রেখেছেন কোচ তিতে।

গত মাসের শুরুর দিকে ইপিএলের ক্লাবগুলোর অনাগ্রহে সেই আট ফুটবলারকে দলে ডেকেও পায়নি। কারণ যুক্তরাজ্য থেকে ব্রাজিল গেলে ১৪ দিনের কোয়ারেন্টিন ও যুক্তরাজ্যে ফেরার পর ১০ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে যেকোনো ব্যক্তিকে। তাই তাদের ছাড়াই দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামে ব্রাজিল।

তবে এবার আর দ্বিতীয় সারির কেউ নেই, পুরো শক্তি নিয়ে মাঠে নামবে ব্রাজিল। সূচি অনুযায়ী তিন ম্যাচের প্রথম ম্যাচ ৮ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ ১০ অক্টোবর কলম্বিয়ার বিপক্ষে। আর ১৫ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে নেইমার-ভিনিসিউসরা। ব্রাজিলের ২৫ সদস্যের দল:

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এদারসন ও ওয়েভারটন।

ফুলব্যাক: দানিলো, এমারসন রয়্যাল, আলেক্স স্যান্দ্রো ও গুইলহের্মে আরানা।

ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মারকুইনহোস, এদার মিলিতাও ও লুকাস ভেরিসিমো।

মিডফিল্ডার: কাসেমিরো, ফাবিনহো, গার্সন, এভারটন রিবেইরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা ও এদেনিলসন।

ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল জেসাস, অ্যান্থনি, রাফিনহা, গাবি, মাতিয়াস কুনহা, নেইমার জুনিয়র ও ভিনিসিউস জুনিয়র।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর