অবশেষে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ২০২১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০২০ ইউরোর শিরোপাধারী ইতালি। মঙ্গলবার পৃথক পৃথক বিবৃতিতে ম্যাচ আয়োজনের কথা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
আগামী বছর জুনে আন্তর্জাতিক বিরতির সময় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার লড়াই। তবে ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। প্রতিযোগিতার কোনো আনুষ্ঠানিক নামও দেওয়া হয়নি এখনও।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ