ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ চার মৌসুমের মধ্যে তিনবারই শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। একবার শিরোপা জিতেছে লিভারপুল।
রবিবার অ্যানফিল্ডে উত্তেজনাপূর্ণ লিভারপুল ও ম্যান সিটির মধ্যকার ম্যাচটির শুরু যেন হলো ৬০ মিনিট থেকে! প্রথমার্ধে ম্যাড়ম্যাড়ে অবস্থার পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে এই লড়াই। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেই হলো ৪ গোল। দু'দল দিল দু'টি করে গোল।
ম্যাচের শেষ ৩০ মিনিট রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে লিভারপুল এবং ম্যান সিটি। লিভারপুলের হয়ে একটি করে গোল করেন সাদিও মানে ও মোহামেদ সালাহ। আর সিটির হয়ে গোল দেন ফিল ফোডেন ও কেভিন ডি ব্রুইনা।
লিভারপুলের বিপক্ষে এর আগের তিন ম্যাচেও হারেনি ম্যান সিটি। দুটি ম্যাচে তো বড় জয়ই পেয়েছিল।
ম্যাচে বিরতি থেকে ফিরে এসে ৫৯তম মিনিটে লিড নেয় অলরেডরা। সালাহর পাস থেকে নিখুঁত শটে গোলটি করেন মানে। অবশ্য ১০ মিনিট পরেই সমতায় ফেরে সিটি। জেসুসের সহায়তায় বাঁ পায়ের শটে দারুণ এক গোল করেন ফোডেন।
এরপর ৭৬ মিনিটের মাথায় মোহাম্মদ সালাহর গোলে আবারও লিড নেয় অল রেডরা। কিন্তু এর পাঁচ মিনিট পরেই কেভিন ডি ব্রুইনার দুর্দান্ত এক গোলে আবারও সমতায় ফেরে সিটিজেনরা। তার জোরালো শট লিভারপুল ফুটবলারের গায়ে লেগে গোল হয়।
লিগে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান লিভারপুলের। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে সিটি। অন্যদিকে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চেলসি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন