বুন্দেসলিগায় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে এগিয়ে থেকেও পরাজয় বরণ করতে হয়েছে বায়ার্ন মিউনিখকে। এতে ২১ বছর পর আলিয়াঞ্জ অ্যারেনায় লিগ ম্যাচে জয় পেয়েছে ফ্রাঙ্কফুর্ট।
রবিবার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বায়ার্ন।
ম্যাচেই বল দখল ও আক্রমণে আধিপত্য দিয়ে খেলতে থাকা ২৯তম মিনিটে রবার্ট লেভান্ডস্কির থ্রু বল ধরে বায়ার্নকে এগিয়ে নেন লেয়ন গোরেটস্কা। ফ্রাঙ্কফুর্টও ঠিক দুই মিনিট পরই জোরালো হেডে গোলটি করেন দলটির অধিনায়ক মার্টিন হিন্টেরেগের।
বিরতির আগে কাছ থেকে সের্গে জিনাব্রির শট লাগে পোস্টে। দ্বিতীয়ার্ধে লেভান্ডস্কি, জিনাব্রি ও লেরয় সানের প্রচেষ্টা ফিরিয়ে দেন সফরকারী গোলরক্ষক কেভিন ট্রাপ। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে ফ্রাঙ্কফুর্টের জয়সূচক গোলটি করেন ফিলিপ কোস্তিচ।
২০১৯ সালের নভেম্বরের পর ঘরের মাঠে হারল বায়ার্ন। এবারে বুন্দেসলিগায় প্রথম। আর ফ্রাঙ্কফুর্ট পেল প্রথম জয়।
লিগে ৭ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থানে ফ্রাঙ্কফুর্ট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন