সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ইয়াসিন আরাফাতের দুর্দান্ত গোলে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচের ৭৪ মিনিটে দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফেরান ইয়াসিন।
এর আগে খেলার প্রথমার্ধে সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ভারতীয় অধিনায়ক খেলার ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। তবে ১০ জনের দলে পরিণত হওয়া বাংলাদেশ ইয়াসিনের গোলে সময়তায় ফিরে।
সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
সাফ ফুটবলে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ সেখানে চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার। র্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত।
এর আগে শুক্রবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ০-১ গোলের জয় পায় জামাল ভুঁইয়ারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন