আগামীকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচনে যোগ্য ব্যাক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, ‘যাদের দ্বারা ক্রিকেটের জন্য ভালো হবে, তাকেই ভোট দেবেন। কে হারলাম, কে জিতলাম—তাতে কিছু যায় আসে না, কারণ আমরা সব এক।’
নাজমুল হাসান বলেন, ‘বোর্ডে নতুন মানুষ আসা দরকার। এবার বেশি কাজের মানুষ যেন আসার সুযোগ পান, সেজন্য একটা ব্যবস্থা চালু করেছি আমরা। ভালো ভালো মানুষ আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত। (অথচ) যে পরিমাণ আসার কথা ছিল, সে পরিমাণ কিন্তু আসেননি। কাউন্সিলের যাকে ভালো মনে করবেন, তাকে ভোট দেবেন। আমি আপনাদের একটা কথাই বলব—আমি খুব খুশি। আমার কোনো সমস্যা নেই।’
নাজমুল হাসান বলেন, ‘একটা অনুরোধই করব—কে কোন দল, কোন গ্রুপ, কে কার মানুষ—সব ভুলে গিয়ে আপনারা যাকে মনে করবেন সঠিক ব্যক্তি, যাদের দ্বারা ক্রিকেটের জন্য ভালো হবে, তাকেই ভোট দেবেন। কে হারলাম, কে জিতলাম—তাতে কিছু যায় আসে না, কারণ আমরা সব এক।
উল্লেখ্য, গত মাসে শেষ হয়েছে বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের দ্বিতীয় মেয়াদের দায়িত্বকাল। বিসিবির নিয়ম অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়।
বিডি প্রতিদিন/ফারজানা