বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজশাহী বিভাগে একটি পদের জন্য লড়াই করে হেরে গেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ৯ ভোটারের কাছ থেকে মাত্র ২ ভোট পেয়েছেন এই সাবেক উইকেটকিপার।
অন্যদিকে, ৭-২ ভোটে এগিয়ে থেকে জয় পেয়েছেন প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম স্বপন চৌধুরী। গত মেয়াদে বিসিবির পরিচালক ছিলেন স্বপন।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে রাজশাহী ও ঢাকাতে কেবল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কারণ নির্বাচনের আগেই এই ক্যাটাগরিতে সাত পরিচালক নির্বাচিত হন।
বিডি প্রতিদিন/আরাফাত