অবশেষে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেলেন দেশটির সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিক। সর্বশেষ সংযোজন হিসেবে তাকে দলে ভেড়ানো হয়েছে। জানা গেছে, তারকা ব্যাটসম্যান শোয়াইব মাকসুদ চোটের কারণে ছিটকে পড়ায় কপাল খুলেছে শোয়েব মালিকের।
সম্প্রতি কাগজে-কলমে বয়স ৪০ ছুঁই ছুঁই এই তারকা ক্রিকেটার আরও একটি রেকর্ড গড়েছেন। গত বৃহস্পতিবার নর্দান পাকিস্তানের বিপক্ষে সেন্টাল পাঞ্জাবের হয়ে ১৯ রান করে টি-টোয়েন্টিতে ৪৪২ ম্যাচে ৬৭টি ফিফটির সাহায্যে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মালিক। এই রেকর্ড দু’দিন বাদেই দলে ডাক পড়লো তার।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সর্বশেষ সুযোগ ১০ অক্টোবর পর্যন্ত। তার আগেই গতকাল শুক্রবার (৮ অক্টোবর) স্কোয়াডে তিনটি পরিবর্তন আনে পিসিবি। ১৫ সদস্যের স্কোয়াড থেকে আজম খান (সাবেক ক্রিকেটার মইন খানের ছেলে), মোহাম্মদ হাসনাইন ও খুশদিল শাহকে বাদ দেওয়া হয়েছে। তাদের বদলি হিসেবে দলে ফিরিয়ে আনা হয়েছে অভিজ্ঞ সরফরাজ আহমেদ, ফাখার জামান ও হায়দার আলিকে।
এরপর আজ শনিবার পিঠের ইনজুরিতে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন শোয়াইব মাকসুদ। তার বদলি তাৎক্ষণিকভাবে শোয়েব মালিকের নাম ঘোষণা করলো পিসিবি। সূত্র : ডন।
বিডি-প্রতিদিন/শফিক