অবশেষে শ্রীলঙ্কা জাতীয় দলে ফিরতে চলেছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। কেন্দ্রীয় চুক্তি নিয়ে কয়েক মাস ধরে চলা ঝামেলা এবং সিনিয়রদের প্রতি বোর্ডের অসদাচরণের কারণে লঙ্কান ক্রিকেট থেকে সরে দাঁড়ান ম্যাথুজ। গুঞ্জন ওঠে, দেশের ক্রিকেটে আবারো ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যার পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে জানায়, জাতীয় দলের জার্সিতে ফিরতে আর বাধা নেই তার।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, ক্রিকেটে ফেরার ইচ্ছা জানিয়ে এসএলসিকে মেইল পাঠিয়েছেন সাবেক অধিনায়ক। মঙ্গলবার এই প্রসঙ্গে একটি বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বোর্ড। ওই বৈঠক শেষে তারা জানায়, আসন্ন সূচিতে তাকে দলে দেখা যাবে।
এই বছরের শুরুর দিকে স্বেচ্ছায় ক্রিকেট থেকে সরে দাঁড়ান ম্যাথুজ। মাসখানেক ধরে চলা কেন্দ্রীয় চুক্তি বিরোধী অবস্থান এবং সিনিয়র ক্রিকেটারদের প্রতি বোর্ডের অসদাচরণের কারণে এই সিদ্ধান্ত নেন তিনি। লঙ্কান বোর্ডের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব অনুযায়ী ম্যাথুজের পারিশ্রমিক ৫০ হাজার ডলার কমে যেত।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ