সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচেও একাধিক পরিবর্তন আনল বাংলাদেশ দল। নেপালের বিপক্ষে আজ বুধবার গ্রুপের শেষ ম্যাচে আগের ম্যাচের একাদশ থেকে ৪জন পরিবর্তন করলেন কোচ অস্কার ব্রুজন।
আজকের ম্যাচে ফিরেছেন উইঙ্গার রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তারা দুজনই মালদ্বীপ ম্যাচে ছিলেন না। তবে জায়গা ছেড়ে দিয়েছেন আগের ম্যাচে খেলা সোহেল রানাকে। আর ২ কার্ডের জন্য এই ম্যাচ নিষেধাজ্ঞায় রয়েছেন ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। ঘরোয়া লিগে দেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা সুমন রেজা একাদশে জায়গা পেয়েছেন।
মতিন মিয়া ২ ম্যাচ একাদশে খেলার পর আজ তাকে আবার রিজার্ভ বেঞ্চে যেতে হলো। গত ম্যাচে একাদশে খেলা রহমত মিয়ার বদলে টুটুল হোসেন বাদশা নামছেন একাদশে। বাদশা গত ৩ ম্যাচ খেলেননি। শেষ ম্যাচ কোচ তাকে একাদশে সুযোগ দিচ্ছেন। একেবারে শেষ মুহূর্তে রহমতের পরিবর্তে বাদশাকে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোচ।
নেপালের বিরুদ্ধে বাংলাদেশের একাদশ
জামাল ভূঁইয়া (অধিনায়ক), তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ , টুটল হোসেন বাদশা, ইব্রাহীম, বিপলু, সাদ উদ্দিন, রাকিব হোসেন, সুমন রেজা ও আনিসুর রহমান জিকো (গোলরক্ষক)।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ