সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে এক গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সুমন রেজা দুর্দান্ত গোলটি করেন। আজ বিকালে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্কার ব্রুজনের দল।
নেপালের বিপক্ষে একাদশে জায়গা পেয়েছেন ঘরোয়া লিগে দেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা সুমন রেজা। জাতীয় দলের জার্সিতে নেমেই তিনি দেখালেন ক্যামিও। নয় মিনিটে দারুণ এক হেডে এই স্টাইকার এগিয়ে নিলেন বাংলাদেশকে।
মালদ্বীপ আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে দুই দলই। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে ওঠে দুদল। ম্যাচের ২৩ মিনিটে এখনও বল দখলের লড়াইয়ে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
৬৪ শতাংশ বল দখলে রেখেও খুব নেপাল গোলে শট নিতে পেরেছে দুটি। টার্গেটে ছিল না একটিও। বিপরীতে নেপালের আক্রমণে একটু চাপে থাকা বাংলাদেশ শট নিয়েছে চারটি। টার্গেটে ২টি, গোল হয়েছে একটি।
আজ ম্যাচের শুরুতেই পেনাল্টি বক্সের বাইরে ফাউল করে হলুদ কার্ড খেয়েছে তপু বর্মন।
বিডি প্রতিদিন/আরাফাত